Ajker Patrika

ওমিক্রন ঠেকাতে দেশে দেশে কড়াকড়ি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৬
ওমিক্রন ঠেকাতে দেশে দেশে কড়াকড়ি

ধারণার চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় গত বুধবার (২৪ ঘণ্টায়) রেকর্ড ২৬ হাজার ৯৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৪ জনের। ধারণা করা হচ্ছে, দেশটিতে নতুন করোনা রোগীর সিংহভাগই ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রনের ধাক্কায় দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর তা ইতিমধ্যে ৭৭টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ধরনকে ‘উদ্বেগজনক’ বলে ঘোষণা করেছে সংস্থাটি।

ওমিক্রন ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। গতকাল কঠোর নাগরিকদের চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে একসঙ্গে চারজনের বেশি মানুষের একত্র হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাত ৯টার মধ্যে রেস্তোরাঁ, ক্যাফে ও বার বন্ধ করতে বলা হয়েছে, আর রাত ১০টার মধ্যে সিনেমা হল ও ইন্টারনেট ক্যাফে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাজ্যও, যা নিয়ে নিজ দলের এমপিদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে

যুক্তরাজ্য ফেরতদের জন্য কড়াকড়ি বাড়িয়েছে ফরাসি কর্তৃপক্ষ। যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ঢুকতে হলে ২৪ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ আসার প্রমাণ দেখাতে হবে। আগে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার প্রমাণ দেখানোর নিয়ম ছিল।

আমেরিকা মহাদেশে গত বছরের তুলনায় চলতি বছরে করোনা সংক্রমণ তিনগুণ বেড়েছে বলে গত বুধবার জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ও প্যান আমেরিকা হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালক ডা. ক্যারিসা ইটিন। অঞ্চলটিতে এ পর্যন্ত ৯ কোটি ৮০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৩ লাখ মানুষের।

গার্ডিয়ান জানায়, আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ওমিক্রনের ঢেউ চূড়ায় পৌঁছাবে। এ জন্য হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলস (সিডিসি)। দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

পোল্যান্ড, নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়াতে ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারি কর্মকর্তাসহ নাগরিকদের আপাতত বিদেশ সফর থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।

ডব্লিউএইচওর সর্বশেষ তথ্যমতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ২৭ কোটি ৭ লাখ ৯১ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১৮ হাজার ২১৬ জনের। ১৩ ডিসেম্বর পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৮২০ কোটি ৬ লাখ ৪২ হাজার ৬৭১ ডোজ। এ পর্যন্ত ধরন শনাক্ত হয়েছে ১৩টি।

দেশে আরও ৩ মৃত্যু : দেশে নতুন করে কারও শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায়নি। সম্প্রতি শনাক্ত হওয়া দুই নারী ক্রিকেটারের শারীরিক অবস্থা এখনো ভালো। বর্তমানে তাঁরা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জনে। এ ছাড়া গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের মাত্রা বেড়েছে। চলতি সপ্তাহে দুই দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিন শ ছাড়িয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত