Ajker Patrika

চেয়ারম্যান পদে ৫ জন সদস্যপদে ৮৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

শেরপুর ও টাঙ্গাইল প্রতিনিধি
চেয়ারম্যান পদে ৫ জন সদস্যপদে ৮৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। শেরপুর ও টাঙ্গাইল জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। এ ছাড়া সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে ৮০ জন মনোনয়নপত্র জমা দেন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

শেরপুরে চেয়ারম্যান পদে মোট চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্যপদে ১৯ এবং সংরক্ষিত সদস্যপদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বিদ্রোহী প্রার্থী, বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, জেলা জাতীয় পার্টির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বিদ্রোহী প্রার্থী, বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। গত নির্বাচনেও দলীয় প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর রুমান।

এ ব্যাপারে শেরপুরের ডিসি ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। 
এদিকে টাঙ্গাইলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ফজলুর রহমান খান ফারুক। তবে এ নির্বাচনে সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এএইচএম কামরুল হাসান জানান, জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১, সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সদস্য পদে মধুপুর আসনে শফিউদ্দিন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দৃশ্যত ওই দুই পদে একক প্রার্থী হলেও তাঁদের এই মুহূর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলার সুযোগ নেই। প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত