Ajker Patrika

সপ্তাহে দুদিন ছুটি পাবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৪
সপ্তাহে দুদিন ছুটি পাবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন ছুটি ভোগ করবে। আগামী মার্চের ২২ তারিখ থেকে আমগ্রাম উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে। তবে অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় আগামী ২২ মার্চ থেকে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন শুক্রবার ও শনিবার ছুটি পাবে। এ তালিকায় সারা দেশের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আমগ্রাম উচ্চবিদ্যালয় রয়েছে। প্রধান শিক্ষক তসলিম আরও বলেন, তাঁর প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ৬৫ শিক্ষার্থী রয়েছে। শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ছুটি পেলেও আর সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, পাইলটিং কর্মসূচির তালিকার মধ্যে রাজশাহীর তিন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয়। আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন, শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করেছে সরকার। সেই কার্যক্রম বাস্তবায়নের এটা পরীক্ষামূলক কর্মসূচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত