Ajker Patrika

৯ বছরের শিশুকে ঝুলন্ত উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাসাইল প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২২: ১৫
৯ বছরের শিশুকে ঝুলন্ত উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাসাইলে তৃষা আক্তার (৯) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার বিকেলে সাভােরের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে ওই শিশুকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল রোববার বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তৃষা উপজেলার ভাটপাড়া গ্রামের আবু ভূঁইয়ার ছোট মেয়ে। সে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তৃষার মা তাঁর বড় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে এসে দেখেন মেয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। এ সময় তৃষার মা ও ভাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তৃষার অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে টাঙ্গাইল থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকেলে তৃষার মৃত্যু হয়।

পরিবারের দাবি, শিশু তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে নানা ধরনের শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি তাঁদের।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার শিশু তৃষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত