Ajker Patrika

সেই ভবনে সংস্কারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৬
Thumbnail image

পুরান ঢাকার আজিমপুর কলোনির নতুন ৫৪ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটির সংস্কার করা শুরু করেছে আজিমপুর গণপূর্ত বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ১০-১২ জন শ্রমিক কাজ শুরু করেন।

সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের ফাটল চিহ্নিত করে সেখানে কাজ করছেন। হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন ভবনটির প্রবেশপথের কার্নিশের ঝুঁকিপূর্ণ ও ফাটল হওয়া অংশ। বাসিন্দাদের উদ্দেশে আজিমপুর গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুরো ভবনটি সংস্কার করা হবে। কারও কক্ষে কোনো সমস্যা থাকলে সেটি দ্রুত আমাদের জানান। এতে শ্রমিকদের কাজ দ্রুত হবে।’

নতুন ৫৪ নম্বর ভবনের ছাদের পলেস্তারা ধসে গত বুধবার তৃতীয় তলার বাসিন্দা জান্নাতুল নার্গিস আহত হন। এরপর গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকায় ‘ভবন নয় যেন মরণফাঁদ’ শিরোনামে সংবাদ ছাপা হয়। যেখানে ভবনের বর্তমান জরাজীর্ণ অবস্থা ও বাসিন্দাদের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

ভবনের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার সংস্কারের পরও এখানে দুর্ঘটনা হচ্ছে। যে কারণে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি ওই ভবনের বাসিন্দাদের।

১৯৮৫ সালে ভবনটি নির্মাণ করা হয়। একই জোনের ১৯৫২-১৯৫৪ সালে নির্মিত ভবনগুলোর বেশ ভালো স্থায়িত্ব ছিল। এর মধ্যেই পুরোনো ৩৬টি ভবন ভেঙে নতুন ১৫টি বহুতল (২০ তলা) ভবন নির্মাণকাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত