Ajker Patrika

১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৭, সদস্য প্রার্থী ৬০৪ জন

মাসুদ পারভেজ, (কালীগঞ্জ) সাতক্ষীরা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৭, সদস্য প্রার্থী ৬০৪ জন

কালীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭জন, সাধারণ সদস্য পদে ৪৬৫জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২ ইউনিয়ন পরিষদে(ইউপি) মোট ৬৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আকলিমা খাতুন লাকি, রওশন আলী কাগজী, সাফিয়া পারভীন, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত শ্যামলী অধিকারী, জিএম, রবিউল্হলাহ বাহার, শাহজাহান কবির, আশানুর রহমান। সাধারণ ওয়ার্ডে ৩৫ সংরক্ষিত ওয়ার্ডে ৯ প্রার্থী।

বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত শেখ রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম। সাধারণ ওয়ার্ডে ৩৫ সংরক্ষিত ওয়ার্ডে ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চাম্পাফুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আব্দুল হান্নান গাইন, মোজাম্মেল হক গাইন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোড়ল। সাধারণ ওয়ার্ডে ২৮জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩জন প্রার্থী।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দিদারুল ইসলাম, জুলফিকার আলী সাপুই, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোবিন্দ মণ্ডল, প্রশান্ত সরকার। সাধারণ ওয়ার্ডে ৩২জন সংরক্ষিত ওয়ার্ডে ১৩জন প্রার্থী।

কুশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, আসফউদ্দৌলা খান, লতিফুর রহমান খান, শেখ এবাদুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, রেজাউল করিম, কাজী তাজুল ইসলাম এবং সাধারণ ওয়ার্ডে ৪৫জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১১জন প্রার্থী।

নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুর রহমান পাড়, আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত প্রার্থী আবুল হোসেন, এসএম আসাদুর রহমান, আজমীর জামান, সাইদুর রহমান, শাহিনুর রহমান, শাহাদাত হোসেন এবং সাধারণ ওয়ার্ডে ৩৭জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১জন প্রার্থী।

তারালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হোসেন, আব্দুল গফুর, একেএম, সফিকুজ্জামান, মহাব্বত আলী। সাধারণ ওয়ার্ডে ৩৯জন সংরক্ষিত ওয়ার্ডে ৮জন প্রার্থী। ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত প্রার্থী আবুল হোসেন, আফছার আলী গাজী, আব্দুল কুদ্দুস, নাজমুল হাসান, শওকাত আলী বিশ্বাস। সাধারণ ওয়ার্ডে ৪০জন সংরক্ষিত ওয়ার্ডে ১০জন প্রার্থী।

মথুরেশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শেখ আব্দুল ওয়াহেদ, শাহজান সিরাজ খান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ, রমেশ চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান, শেখ তারিকুল ইসলাম, আব্দুল হাকিম, শেখ মোজাফফর হোসেন, শেখ নাজমুল ইসলাম, শেখ আলাউদ্দিন, আকুঞ্জি বাবলুর রহমান সাধারণ ওয়ার্ডে ৪২জন সংরক্ষিত ওয়ার্ডে ১৫জন প্রার্থী।

ধলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আব্দুল করিম, আনোয়ারুস সাদাত, শেখ ফিরোজ আলম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সজল কুমার মুখার্জি, গাজী শওকাত হোসেন। সাধারণ ওয়ার্ডে ৪১জন সংরক্ষিত ওয়ার্ডে ১১জনপ্রার্থী।

রতনপুর ইউনিয়ন পরিষদে আব্দুল ওয়াহেদ, এসএম, আনোয়ার হোসেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম আলীম আল রাজী সাধারণ ওয়ার্ডে ৪৮জন সংরক্ষিত ওয়ার্ডে ১৪জন প্রার্থী।

মৌতলা ইউনিয়নে শেখ অয়েজুর রহমান, ফেরদাউস মোড়ল, আশেক মেহেদী, শেখ খোরশেদ আলম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন, শেখ আলমগীর হোসেন, শেখ মাহবুবুর রহমান সাধারণ ওয়ার্ডে ৪৩জন সংরক্ষিত ওয়ার্ডে ১৪জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত