Ajker Patrika

৭ টাকার ভ্যাটে এত্ত পুরস্কার!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
৭ টাকার ভ্যাটে এত্ত পুরস্কার!

নগরীর কোতোয়ালি থানাধীন এস এস খালেদ সড়কের বুবু ওয়ার্ল্ড থেকে ৭৭ টাকার পপকর্ণ কেনেন আগ্রাবাদের বাসিন্দা মো. আলমগীর। এর পর ইএফডি মেশিনে ভ্যাট দেন ৭ টাকা। আর এর জন্যই আলমগীর জিতে নিয়েছেন ১০ হাজার টাকা। ইএফডি মেশিনে ভ্যাট দিয়ে ডিসেম্বর মাসের ঘোষিত লটারিতে চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পান তিনি।

শুধু আলমগীরই নন, তাঁর মতো ইফডি মেশিনে ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা করে পুরস্কার জিতেছেন চট্টগ্রামের ৫ জন ও নওগাঁর একজন বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে নগরীর আজিজা খানম অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন নগরীর আগ্রাবাদের মো. আলমগীর, হালিশহরের মো. নিজাম, সাতকানিয়ার এনামুল হক মানিক, হাটহাজারীর ইয়াছিন আরাফাত, মিরসরাইয়ের মুহাম্মদ নাজমুল হাসান ও নওগাঁর মো. সুমন আলী।

অনুষ্ঠানে মোহাম্মদ আকবর হোসেন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা নিয়ে পুরস্কার বিজয়ী ১৪ জন ক্রেতার মধ্যে ৬ জন পুরস্কারের জন্য আবেদন করেন। চতুর্থ পুরস্কার হিসেবে তাঁদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ইএফডির মাধ্যমে মূসক সরকারি কোষাগারে জমা করায় তিনি বিজয়ীদের প্রশংসা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ