শাবিপ্রবি প্রতিনিধি
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ এবং মাহবুব আহমেদ চৌধুরী।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সর্বমোট ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পেয়েছেন আবু নাসের। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক পেয়েছেন মাহবুব আহমেদ চৌধুরী। পদক পাওয়া শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতায় ৯৮টি দেশের ৫ হাজার ২০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ৮ ইউরো নিবন্ধন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রি-ফাইনালে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে শাবিপ্রবির দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নের ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বর্ণ পদকপ্রাপ্ত আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পদক পেয়ে আমি খুবই আনন্দিত। এত দূর আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সিলভার পদক অর্জন করেছিলাম।’
রৌপ্য পদকপ্রাপ্ত মাহবুব আহমেদ চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যবশত গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেডলাইনের পরে প্রশ্ন জমা দেওয়ায় কোনো অবদান রাখতে পারিনি। এ বছর সিলভার পদক পেয়ে আগের কষ্ট অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।’
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ এবং মাহবুব আহমেদ চৌধুরী।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সর্বমোট ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পেয়েছেন আবু নাসের। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক পেয়েছেন মাহবুব আহমেদ চৌধুরী। পদক পাওয়া শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতায় ৯৮টি দেশের ৫ হাজার ২০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ৮ ইউরো নিবন্ধন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রি-ফাইনালে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে শাবিপ্রবির দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নের ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বর্ণ পদকপ্রাপ্ত আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পদক পেয়ে আমি খুবই আনন্দিত। এত দূর আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সিলভার পদক অর্জন করেছিলাম।’
রৌপ্য পদকপ্রাপ্ত মাহবুব আহমেদ চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যবশত গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেডলাইনের পরে প্রশ্ন জমা দেওয়ায় কোনো অবদান রাখতে পারিনি। এ বছর সিলভার পদক পেয়ে আগের কষ্ট অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪