Ajker Patrika

আ.লীগের প্রার্থীদের তালিকা প্রকাশ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
আ.লীগের প্রার্থীদের তালিকা প্রকাশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শনিবার কুল্যা ইউনিয়ন পরিষদ হল রুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে এ তালিকা প্রকাশ করা হয়। পরে তা উপজেলা কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেতে ৬ জন প্রার্থী আবেদন করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নামের তালিকা প্রকাশ করে উপজেলা কমিটিতে পাঠানো হবে। সিদ্ধান্ত মোতাবেক গত শনিবার বিকেল ৪টা থেকে ৫.৪০ টা পর্যন্ত ভোট নেওয়া হয়।

এতে দলীয় মনোনয়ন পেতে আবেদনকারী এস এম দেলওয়ার হোসাইন ২২ ভোট পেয়ে তালিকার ১ম স্থান অধিকার করেন, ১২ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন সাজ্জাদুল হক টিটল, ৯ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন ওমর সাকি পলাশ, ৫ ভোট পেয়ে তালিকার ৪র্থ স্থানে রয়েছেন হাবিবুর রহমান। বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী এবং এস এম মাহফুজুর রহমান ভোটে অংশ নেননি। তবে তাঁরা তালিকায় থাকার ইচ্ছা জানান।

দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেতে আবেদনকারী দেলওয়ার হোসাইন বলেন, ‘তালিকা করার জন্য অনুষ্ঠিত নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান হারুন চৌধুরী ও মাহফুজ অংশ নেননি। দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় কে ১ নম্বর আর কে ২ নম্বর অবস্থানে রয়েছে সেটা বিষয় নয়। আমরা নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিণত করতে চাই। আমরা নৌকার পক্ষে সম্মিলিত ভাবে নির্বাচনে অংশ নিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদের মানুষের জন্য কাজ করতে চাই।’

এদিকে বর্তমান চেয়ারম্যান হারুন চৌধুরী বলেন, দল যাকে নৌকা দেবে আমরা নৌকাকে বিজয়ী করতে এক সঙ্গে কাজ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত