Ajker Patrika

অষ্টমবারের মতো শ্রেষ্ঠ ওসি ইখতিয়ার উদ্দিন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২০: ৪০
অষ্টমবারের মতো শ্রেষ্ঠ ওসি ইখতিয়ার উদ্দিন

সুনামগঞ্জে অষ্টমবারের মতো শ্রেষ্ঠ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নাম ঘোষণা করেন।

পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত পুলিশের এ কর্মকর্তা। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত থাকা সময়ে ৬ষ্ঠ বার মত সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানায় যোগদানের কিছুদিন পর আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন পুলিশের এ কর্মকর্তা। সেই সঙ্গে গত ৭ জুলাই সপ্তমবারের মত শ্রেষ্ঠ ওসি হন।

অষ্টমবারের মত শ্রেষ্ঠ হওয়ায় ঊর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। তবে, এই অর্জন আমার একার নয়, থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...