মো. মফিজুর রহমান, ফরিদপুর
ফরিদপুরের বাজারে উঠেছে মুড়িকাটা পেঁয়াজ। তবে এবারও হতাশ চাষিরা। বেশি দামে বীজ ক্রয়, বৈরী আবহাওয়া আর সর্বশেষ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফলন কম হয়েছে। এর ওপর আশানুরূপ দাম পাচ্ছেন না। সব মিলিয়ে হতাশ ফরিদপুরের পেঁয়াজচাষিরা।
ফরিদপুরের কৃষকেরা এখন পেঁয়াজ নিয়ে ব্যস্ত। কোথাও পেঁয়াজ তোলা হচ্ছে, কোথাও পেঁয়াজ কাটা হচ্ছে, কোথাও বা শুকানো হচ্ছে, আবার কোথাও বস্তাবন্দী করা হচ্ছে। এরপরে তা ট্রাকে তুলে নেওয়া হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পেঁয়াজচাষি আবু সাইদ চৌধুরী বারী বলেন, গত দুই থেকে তিন সপ্তাহ আগেই এই মুড়িকাটা পেঁয়াজ তোলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া টানা বৃষ্টিতে মাটি ভিজে যাওয়ায় পেঁয়াজ তুলতে এবার দেরি হয়েছে।
আবু সাইদ চৌধুরী বারী বলেন, এ বছর বৈরী আবহাওয়ার কারণে মুড়িকাটা পেঁয়াজের ফলন কম হয়েছে। অন্যান্য বছর বিঘাপ্রতি ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজ হলেও এবার হয়েছে ৪০ থেকে ৫০ মণ।
সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কৃষক হারুন মণ্ডল, আকবর আলীসহ কয়েকজন বলেন, মুড়িকাটা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন। যাঁদের ফলন ভালো হয়েছে তাঁদের খরচ উঠলেও অনেকের খরচের টাকা উঠবে না, লাভ তো দূরের কথা। পেঁয়াজের এই দাম ৪০ / ৪৫ টাকা হলেও তাঁদের লাভ হতো।
জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় এ বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্য ছিল। প্রতিবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এবারই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী বলেন, এবার কৃষকেরা লাভবান হবেন না। তবে লোকসানও হবে না। কৃষকদের শুধু খরচটাই উঠবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যাঁদের খেত তলিয়ে গিয়েছিল তাঁদের লাভের মুখ দেখা কষ্টকর হবে।
ফরিদপুরের বাজারে উঠেছে মুড়িকাটা পেঁয়াজ। তবে এবারও হতাশ চাষিরা। বেশি দামে বীজ ক্রয়, বৈরী আবহাওয়া আর সর্বশেষ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফলন কম হয়েছে। এর ওপর আশানুরূপ দাম পাচ্ছেন না। সব মিলিয়ে হতাশ ফরিদপুরের পেঁয়াজচাষিরা।
ফরিদপুরের কৃষকেরা এখন পেঁয়াজ নিয়ে ব্যস্ত। কোথাও পেঁয়াজ তোলা হচ্ছে, কোথাও পেঁয়াজ কাটা হচ্ছে, কোথাও বা শুকানো হচ্ছে, আবার কোথাও বস্তাবন্দী করা হচ্ছে। এরপরে তা ট্রাকে তুলে নেওয়া হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পেঁয়াজচাষি আবু সাইদ চৌধুরী বারী বলেন, গত দুই থেকে তিন সপ্তাহ আগেই এই মুড়িকাটা পেঁয়াজ তোলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া টানা বৃষ্টিতে মাটি ভিজে যাওয়ায় পেঁয়াজ তুলতে এবার দেরি হয়েছে।
আবু সাইদ চৌধুরী বারী বলেন, এ বছর বৈরী আবহাওয়ার কারণে মুড়িকাটা পেঁয়াজের ফলন কম হয়েছে। অন্যান্য বছর বিঘাপ্রতি ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজ হলেও এবার হয়েছে ৪০ থেকে ৫০ মণ।
সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কৃষক হারুন মণ্ডল, আকবর আলীসহ কয়েকজন বলেন, মুড়িকাটা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন। যাঁদের ফলন ভালো হয়েছে তাঁদের খরচ উঠলেও অনেকের খরচের টাকা উঠবে না, লাভ তো দূরের কথা। পেঁয়াজের এই দাম ৪০ / ৪৫ টাকা হলেও তাঁদের লাভ হতো।
জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় এ বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্য ছিল। প্রতিবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এবারই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী বলেন, এবার কৃষকেরা লাভবান হবেন না। তবে লোকসানও হবে না। কৃষকদের শুধু খরচটাই উঠবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যাঁদের খেত তলিয়ে গিয়েছিল তাঁদের লাভের মুখ দেখা কষ্টকর হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫