Ajker Patrika

আ.লীগের দুশ্চিন্তা স্বতন্ত্র প্রার্থী

ফুলপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১: ১৭
Thumbnail image

ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির একাধিক নেতা-কর্মী। ফলে তাঁরাই এখন আওয়ামী লীগের জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।

উপজেলার ১০ ইউপিতে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী প্রচার চালাচ্ছেন। তাঁরা পথসভা, জনসভা, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময়সহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ফলে অনেক ইউপিতে নৌকার বিজয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের সতর্ক বার্তা দিচ্ছে। এমনকি বহিষ্কারও করেছে। কিন্তু অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তাঁদের অবস্থানে অনড়। তাঁরা জোর প্রচার চালাচ্ছেন।

এদিকে বিদ্রোহী প্রার্থীদের অনেককে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও সমর্থন দিচ্ছেন। এতে সংঘর্ষ ও সহিংসতা বেড়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ভোটের দিনও সংঘর্ষের আশঙ্কা করছেন ভোটারেরা।

টিলাটিয়া গ্রামের ভোটার মোকসেদুল বলেন, ‘যাঁরা যোগ্য এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন তাঁদের ভোট দেব।’

সজীব নামে আরেক ভোটার বলেন, ‘আপদে-বিপদে যিনি পাশে থাকবেন তাঁকে ভোট দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’

উপজেলার ছন্দরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। তাঁর বিপক্ষে রয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম। বওলা ইউপিতে নৌকা নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ। এখানে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন হামিদুল্লাহ খান মিন্টু, খলিলুর রহমান, ফরিদ মিয়া ও মাহবুব আলম ডালিম।

বালিয়া ইউপিতে নৌকা পেয়েছেন দিলোয়ার হোসেন মুজাহিদ। আর বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল আকন্দ। রূপসী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুলতান চৌধুরী। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন আমির উদ্দিন। রামভদ্রপুর ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন করছেন দুদু মিয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম।

বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বলেন, বিগত পাঁচ বছর সারা ইউনিয়নের মানুষের কাছে গিয়েছেন তাঁরা। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা করেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দলীয় প্রার্থীদের পক্ষে আমরা কাজ করছি। প্রার্থীদের জয়ী করতে চেষ্টা করছি।’

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, উপজেলার ১০ ইউপির সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০৫ টি। আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত