Ajker Patrika

সরকারি বিদ্যালয় ভেবে পড়ালেখা করে বিপাকে

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ৫৬
সরকারি বিদ্যালয় ভেবে পড়ালেখা করে বিপাকে

ঢাকার সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শাখা নামে পরিচালিত হচ্ছে বেসরকারি বিদ্যালয়। উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় বিষয়টি সামনে আসে। লটারিতে ভর্তির নিয়মে প্রাথমিক শাখার ৬১ শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ অভিযোগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে শুরু হয় অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। তবে এর প্রাথমিক শাখার ৬১ শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হতে পারবে বলে আবেদন করেনি। তারা অন্য কোনো বিদ্যালয়েও ভর্তির জন্য আবেদন করেনি। আবার সরকারি নিয়ম অনুযায়ী তারা সুযোগ পায়নি অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়েও।

শিক্ষার্থী মো. সোহান বলে, ‘আমি নার্সারি থেকে এই স্কুলে পড়ে আসছি। রোকেয়া ম্যাম আমাদের বলেছিলেন, আমরা খুব সহজেই সিক্সে ভর্তি হতে পারব। লটারি হলেও আমাদের কিছু হবে না। নার্সারি থেকে আমরা এটাই জানতাম।’

সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়য়ের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক মাহাফুজা হাসনাত বলেন, ‘আমাদের প্রাথমিক শাখাটি বেসরকারি স্কুল। শিক্ষার্থী ও অভিভাবকেরা এটা জানে। ১৯৭৭ সাল থেকে এভাবেই চলে আসছে। এর আগে এমন বিপদে পড়িনি। আমরা সকালবেলা ‍উচ্চ বিদ্যালয়ের চার-পাঁচটা ক্লাসরুম ব্যবহার করি। এই শাখাটিও জাতীয়করণের চেষ্টা চলছে। বিপাকে থাকা শিক্ষার্থীদের বিষয়ে আমরা এখন কী করব তা ভাবনার মধ্যে নেই।’

তবে শিক্ষার্থী মারুফ হোসেনের বাবা আরিফ হোসেন বলেন, ‘আমরা জানি এটি সরকারি স্কুল। তাহলে পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে উঠবে। কিন্তু লটারি করে দেওয়ার ফলে আমার ছেলে ভর্তি হতে পারছে না। প্রতি মাসে ৭০০ টাকা বেতন দিয়েছে। এটার সুষ্ঠু সমাধান চাই।’

অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ বলেন, ‘সরকারি না হওয়া পর্যন্ত পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে সরাসরি ভর্তির সুযোগ নেই। যারা রাস্তায় নেমেছে তারা মূলত লটারি মানতে পারছে না।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সরকারি নিয়ম মেনে ভর্তি করা হচ্ছে। সরকারি না হয়েও প্রাথমিক শাখাটি অভিভাবকদের সঙ্গে প্রতারণা করছে। মানুষ যাতে প্রতারিত না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। নতুন শাখা অনুমোদন হতে অন্তত এক বছর সময় লাগে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত