Ajker Patrika

৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ৫৪
৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় ২২ দিনের সংরক্ষণ অভিযানে তেরখাদা উপজেলার আত্রাই নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। প্রথম ৬ দিনে এ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তর ও খুলনা সদর নৌ পুলিশের যৌথ অভিযানে এ জাল জব্দ করে ধ্বংস করা হয়।

গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। জানা গেছে, দেশের অন্যান্য নদীর মতই তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে আত্রাই নদীর মল্লিকপুর থেকে শুরু করে কোলাবাজার পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়ারণ্য চিহ্নিত করা হয়েছে।

গত ৪ অক্টোবর থকে ২৫ অক্টোবর পর্যন্ত এই অভয়ারণ্যে ইলিশের ডিম ছাড়ার সময় ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার প্রথম ৬ দিনেই তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট ও অন্যান্য অবৈধ জাল জব্দ করে। সরকারি হিসাবে যার বাজার মূল্য ১০ লাখ টাকা। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

তেরখাদা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে সরকার মা ইলিশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আমরা তেরখাদা উপজেলায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়সহ মা ইলিশ রক্ষায় দিন রাত কাজ করে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত