Ajker Patrika

স্কুল-কলেজেই সহশিক্ষা কার্যক্রমে হাত পাকাও 

তালহা চৌধুরী
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১: ৫১
স্কুল-কলেজেই সহশিক্ষা কার্যক্রমে হাত পাকাও 

সহশিক্ষা কার্যক্রম হলো এমন কাজ, যা স্কুল পাঠ্যক্রমের বাইরে করা হয়। ক্রীড়া দল ও ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবামূলক যেকোনো কাজ ও ইন্টার্নশিপ পর্যন্ত হতে পারে। যদিও এগুলো সরাসরি একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যে অবদান রাখতে পারে না, তবে তা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও ব্যবহারিক জীবনে কল্যাণ বয়ে আনে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সহশিক্ষা কার্যক্রম খুঁজে না পাওয়া শিক্ষার্থীদের একটা কমন সমস্যা। সেটি দূর করতেই আজকে আমার অভিজ্ঞতা থেকে কিছু সাজেশন আর রিসোর্স দেব।

সহশিক্ষা কার্যক্রমে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আমি এখানে শুধু দুটি প্রধান কাজ নিয়মিত করতে পরামর্শ দেব। কাজ দুটি হলো:

অনলাইন কমিউনিটিগুলোতে নিজের উপস্থিতি জানান দেওয়া
তুমি কোনো একটা বিষয়ে অনেক দক্ষ কিন্তু কেউ জানে না তুমি একটা জব খুঁজছ অথবা তুমি কিছু করতে চাও; কিন্তু সুযোগ পাচ্ছ না। তাহলে কীভাবে তুমি সুযোগের খোঁজ পাবে? ঠিক ধরেছ। বেশির ভাগ সময় পাবেই না। যারা কাজ দিতে চায় অনেক সময় তারা ঝামেলার কারণে কাজ পোস্টই করতে চায় না। তারা দেখে তাদের আশপাশে কেউ এ রকম দক্ষ আছে কি না এবং তাদের জিজ্ঞাসা করে, তারা কাজ করতে চায় কি না। এই দক্ষতার আন্দাজ করে তারা অনলাইনে তাদের কার্যক্রম দেখে। তাই কোনো একটা বিষয়ে দক্ষ হলে তুমি একটা উপায় খুঁজে বের করো, যেটা ব্যবহার করে মানুষকে তোমার দক্ষতার বিষয়ে জানিয়ে দিতে পারো।

তুমি হয়তো গ্রাফিকস ডিজাইন খুব ভালো পারো অথবা শিখছ। তো তোমার ফেসবুক বা লিংকডইনে সম্প্রতি করা কোনো ডিজাইন পোস্ট করতে পারো। কোডিং ভালো পারলে কোনো প্রজেক্ট বানিয়ে সেটা শেয়ার করতে পারো। এভাবে অনলাইনে উপস্থিত থাকা সুযোগের দরজা খুলে দেয়।

অনলাইন সার্চ করতে দক্ষ হওয়া
জেনে হয়তো অবাক হবে, আমাদের জীবনের বেশির ভাগ সুযোগ আমাদের হাতের বাইরে থেকে যায় শুধু আমরা অনলাইনে ঠিকভাবে সার্চ করতে পারি না বলে। বেশির ভাগ সময় এমন হয়, আমরা জানিই না এই জিনিস/টপিকে অনলাইনে কিছু থাকতে পারে অথবা আমরা ভুলেই যাই সার্চ করার কথা। এই প্যারাডক্সে পড়ে আমরা অনেক বিষয় খুঁজেই পাই না। নিচের কয়টা জিনিস তুমি আগে থেকে জানতে কি না দেখতে পারো:

অনলাইনে এমন একটা ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার বাঘা বাঘা স্টার্টআপ কোম্পানির ইন্টার্নশিপ পাওয়া যায়, আর আবেদন করা যায় সংগঠিতভাবে।

ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমরা কত টাকা খরচ করি এই-সেই কোর্সে; কিন্তু অনলাইনে এমন একটা কোর্স আছে যেটা ফ্রি। বিশ্বের প্রায় ৫০০০+ ডেভেলপার মিলে তৈরি করেছে সেই কোর্স।

অনলাইনে এমন একটি ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার যেকোনো বিষয় শিখতে চাও না কেন, যদি সার্চ দাও তাহলে ম্যাপ আকারে কোনটার পর কোনটা, এমনকি রিসোর্সসহ দেখাবে। 

  • ঠিক ধরেছ, এর বেশির ভাগ সম্পর্কেই হয়তো জান না। কিন্তু আমি কীভাবে জানলাম? কেউ কি আমাকে বলেছে? না। আমি এসবের সন্ধান পাই শুধু আমার অনলাইন সার্চ করার দক্ষতা ব্যবহার করে আর নিয়মিত সেটা কাজে লাগিয়ে। সেই দক্ষতা একবার হাতে আনতে পারলে নিজের অন্যতম একটা সুপার পাওয়ার অর্জন করবে, যেটা দিয়ে তুমি যা হতে চাও তা-ই হওয়ার দিকে এগিয়ে যেতে পারবে। ওপরের তিনটি রিসোর্সের ওয়েবসাইটগুলো হলো: 
  • (https://www.workatastartup.com)
  • (https://www.theodinproject.com
  • (https://learn-anything.xyz/)
  • এবার আসি কিছু রিসোর্স সাজেশন নিয়ে, যেখানে রেগুলার অপরচুনিটি পোস্ট হয় হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য: 
  • (https://www.facebook.com/mdtalhachy): এখানে আমি প্রতিনিয়ত অপরচুনিটি শেয়ার করি, যার সঙ্গে যুক্ত থাকতে পার। এ ছাড়া প্রোডাকটিভিটি আর বাইরে পড়তে যাওয়া সম্পর্কেও বিভিন্ন রিসোর্স শেয়ার করি। 
  • (https://gembookmarks.beehiiv.com): এই Newsletterটিতে নিজের ই-মেইল দিয়ে জয়েন করতে পারো, যেখানে আমি প্রতি সপ্তাহে বিভিন্ন অপরচুনিটি ই-মেইল করে জানাব। 
  • (https://www.pathwaystoscience.org/k12.aspx): এই রিসোর্সটি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী, যেখানে বিভিন্ন রিসার্চ প্রোগ্রামে জয়েন করার অপরচুনিটি পাওয়া যায় হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য। 
  • (https://mitadmissions.org/apply/prepare/enrichment): MIT-এর তৈরি করা স্কুল/কলেজ শিক্ষার্থীদের জন্য একটা Opportunity List. 
  • (https://blog.collegevine.com/14-awesome-internships-for-high-school-students): College Vine-এর তৈরি করা একটা চমৎকার লিস্ট। 
    নোট: এর মধ্যে কোনটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইলিজিবল, সেটা নিজে যাচাই করে নিও। 
  • (https://www.youthop.com/): বাংলাদেশের একটা উদ্যোগ এটা, যেখানে অনেক অপরচুনিটির খোঁজ পাওয়া যায়। 
  • (https://www.youthop.com): হাইস্কুলের স্টুডেন্টদের জন্য রিসার্চ প্রজেক্ট-বেজড প্রোগ্রাম। যদিও টিউশন ফি অনেক কিন্তু এর Need-based স্কলারশিপও আছে। 
  • (https://rubriked.com/): এখানে জেনারেল ক্যারিয়ার আর অপরচুনিটি সম্পর্কে নানান তথ্য পাবে।  

ওপরের প্রতিটি রিসোর্স খুঁজে, যাচাই করে, নিজের জন্য সুযোগ তৈরি করা এখন তোমার দায়িত্ব। সবার জন্য শুভকামনা।

তালহা চৌধুরী: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিকস, বেনিংটন কলেজ ইউএসএ। 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত