Ajker Patrika

কারখানার ব্যবস্থাপকের কারাদণ্ড

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
কারখানার ব্যবস্থাপকের কারাদণ্ড

ঝালকাঠির কাঠালিয়া বাসস্ট্যান্ডের এশিয়ান রাইজিং সান বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২১ ধরনের ভেজাল ও নকল পণ্যসামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চলে।

অভিযানকালে কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন হাওলাদারের মালিকানাধীন এশিয়ান রাইজিং সান বাংলাদেশ লিমিটেড নামের কারখানার মালিক পালিয়ে যান। তবে কারখানার ব্যবস্থাপক ইসকান্দার মুন্সীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ইসকান্দার মুন্সীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিএসটিআই বরিশালের অফিসার (সিএম) মাহফুজুর রহমানের উপস্থিতিতে জব্দ প্রায় দুই লাখ টাকার ভেজাল ও নকল পণ্যসামগ্রী পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, ‘কারখানায় অভিযান চালানোর সময় মালিক পালিয়ে গেছেন। তবে কারখানার ব্যবস্থাপক ইসকান্দার মুন্সীকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ মালামাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত