আব্দুর রব, মৌলভীবাজার
প্রতীক্ষা শেষে স্বস্তি ও আনন্দ নিয়ে শ্রেণিকক্ষে আবারও ফিরেছে প্রাণোচ্ছল খুদে শিক্ষার্থীরা। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দ্বিতীয় ধাপে বন্ধ থাকার পর আবারও খুলল শিক্ষাপ্রতিষ্ঠানের দুয়ার।
বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১ মাস ৬ দিন পর অভিভাবকদের হাত ধরে বিদ্যালয়ের আঙিনায় পা পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের। বন্দিজীবন থেকে যেন মুক্তি মিলছে তাদের। এতে উচ্ছ্বসিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল বুধবার মৌলভীবাজারেও দ্বিতীয় ধাপে খুলল প্রাথমিক বিদ্যালয়গুলো। এ সময় কথা হয় কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর পূর্ণম প্রীতর সঙ্গে। সে বলে, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে, মজা করব।
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুন ও উসসি জানায়, অনলাইনে ক্লাস করার চেয়ে স্কুলে গিয়ে ক্লাস করা তাদের জন্য আনন্দের। বিদ্যালয়ে এসে সহপাঠীদের সঙ্গে খেলবে; এ কারণে স্কুল আসতে পেরে অনেক ভালো লাগছে তাদের। এভাবে উচ্ছ্বাস প্রকাশ করে এ দুই খুদে শিক্ষার্থী।
অভিভাবক জামিল আহমদ বলেন, ‘আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন বাসায় বন্দী থাকার পর পুনরায় স্কুলে যেতে পেরে সে আনন্দিত। অভিভাবক হিসেবে তার উচ্ছলতা বাবা-মা হিসেবে আমাদেরও ভালো লাগে।’
অভিভাবক আমির মিয়া বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। প্রথম দিন তাকে বিদ্যালয়ে পাঠাইনি। করোনা পরিস্থিতি নিয়ে খানিকটা ভয়ে রয়েছি। তবে দ্বিতীয় দিন থেকে বিদ্যালয়ে পাঠাব। কারণ, আমার ছেলের আগ্রহে সে স্কুলে যাবে।’
সদর উপজেলার বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিকলু দাশ বলেন, ‘করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আবার খুলেছে প্রাথমিক বিদ্যালয়। মলিন হয়ে পড়া শ্রেণিকক্ষগুলো যেন কচি কণ্ঠে মুখর হয়ে গেছে।
আনন্দ প্রকাশ করে এ শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসায় আবারও প্রাণ পেয়েছে। তাদের প্রাণোচ্ছল উপস্থিতি আমাদেরও ভালো লাগে।’
শিক্ষকেরা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এই মুহূর্তে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা ১৫ পর্যন্ত। তবে প্রাক-প্রাথমিকের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীকালে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হবে।
এ বিষয়ে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক জানান, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে, এমনটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
পূর্ণা রায় ভৌমিক বলেন, ‘বিদ্যালয়ের রুটিনে কিছুটা পরিবর্তন এসেছে এবং দুই শিফটে স্কুল চালানোর নির্দেশ পেয়েছি। প্রথম এবং দ্বিতীয় শ্রেণি প্রথম শিফট, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি দ্বিতীয় শিফট। প্রত্যেক শিক্ষককে বাধ্যতামূলক টিকা নিয়ে স্কুলে আসতে বলা হয়েছে। এদিকে কোনো সমাবেশ না করা এবং একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। আমরা সেই মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করছি।’
প্রতীক্ষা শেষে স্বস্তি ও আনন্দ নিয়ে শ্রেণিকক্ষে আবারও ফিরেছে প্রাণোচ্ছল খুদে শিক্ষার্থীরা। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দ্বিতীয় ধাপে বন্ধ থাকার পর আবারও খুলল শিক্ষাপ্রতিষ্ঠানের দুয়ার।
বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১ মাস ৬ দিন পর অভিভাবকদের হাত ধরে বিদ্যালয়ের আঙিনায় পা পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের। বন্দিজীবন থেকে যেন মুক্তি মিলছে তাদের। এতে উচ্ছ্বসিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল বুধবার মৌলভীবাজারেও দ্বিতীয় ধাপে খুলল প্রাথমিক বিদ্যালয়গুলো। এ সময় কথা হয় কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর পূর্ণম প্রীতর সঙ্গে। সে বলে, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে, মজা করব।
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুন ও উসসি জানায়, অনলাইনে ক্লাস করার চেয়ে স্কুলে গিয়ে ক্লাস করা তাদের জন্য আনন্দের। বিদ্যালয়ে এসে সহপাঠীদের সঙ্গে খেলবে; এ কারণে স্কুল আসতে পেরে অনেক ভালো লাগছে তাদের। এভাবে উচ্ছ্বাস প্রকাশ করে এ দুই খুদে শিক্ষার্থী।
অভিভাবক জামিল আহমদ বলেন, ‘আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন বাসায় বন্দী থাকার পর পুনরায় স্কুলে যেতে পেরে সে আনন্দিত। অভিভাবক হিসেবে তার উচ্ছলতা বাবা-মা হিসেবে আমাদেরও ভালো লাগে।’
অভিভাবক আমির মিয়া বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। প্রথম দিন তাকে বিদ্যালয়ে পাঠাইনি। করোনা পরিস্থিতি নিয়ে খানিকটা ভয়ে রয়েছি। তবে দ্বিতীয় দিন থেকে বিদ্যালয়ে পাঠাব। কারণ, আমার ছেলের আগ্রহে সে স্কুলে যাবে।’
সদর উপজেলার বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিকলু দাশ বলেন, ‘করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আবার খুলেছে প্রাথমিক বিদ্যালয়। মলিন হয়ে পড়া শ্রেণিকক্ষগুলো যেন কচি কণ্ঠে মুখর হয়ে গেছে।
আনন্দ প্রকাশ করে এ শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসায় আবারও প্রাণ পেয়েছে। তাদের প্রাণোচ্ছল উপস্থিতি আমাদেরও ভালো লাগে।’
শিক্ষকেরা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এই মুহূর্তে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা ১৫ পর্যন্ত। তবে প্রাক-প্রাথমিকের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীকালে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হবে।
এ বিষয়ে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক জানান, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে, এমনটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
পূর্ণা রায় ভৌমিক বলেন, ‘বিদ্যালয়ের রুটিনে কিছুটা পরিবর্তন এসেছে এবং দুই শিফটে স্কুল চালানোর নির্দেশ পেয়েছি। প্রথম এবং দ্বিতীয় শ্রেণি প্রথম শিফট, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি দ্বিতীয় শিফট। প্রত্যেক শিক্ষককে বাধ্যতামূলক টিকা নিয়ে স্কুলে আসতে বলা হয়েছে। এদিকে কোনো সমাবেশ না করা এবং একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। আমরা সেই মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫