Ajker Patrika

পাঠ্যবই বিক্রির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ১৫
পাঠ্যবই বিক্রির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরার তালার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠ্যবই বিক্রির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

গত বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আগামী ৩ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলামকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে এ নোটিশ দেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গত বুধবার দুপুরে তেরসী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম কর্তৃক ২০২১ সালের মাদ্রাসার নতুন বই বিক্রির অভিযোগে আনছার আলী নামক এক ফেরিওয়ালাকে আটক করে স্থানীয়রা। আনছার আলীর কাছে ৩ বস্তায় ১০০ কেজি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। এ সময় উপজেলা শিক্ষা অফিসার গত বুধবার বিকেলে ঘটনাস্থলে এসে ১০০ কেজি বই জব্দ করেন।

তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার দিন সকালে ২০২২ সালের নতুন বই আমি মাদ্রাসায় রেখে আসি। এ বিষয়ে আমি আর কিছুই জানি না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান জানান, নতুন বই বিক্রির ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনার সুনির্দিষ্ট জবাব না দিতে পারলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘উক্ত ঘটনায় তাৎক্ষণিকভাবে বইগুলো জব্দ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত