Ajker Patrika

আজ ‘এ’ প্লাস ক্যাম্পেই শুরু

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
Thumbnail image

আজ শনিবার থেকে শেরপুরে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। পরে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে শুরু হবে ক্যাম্পেইন।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ১১ ডিসেম্বর (আজ) থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় একযোগে চলবে। প্রতিদিন সকাল ১০টায় ক্যাম্পেইন শুরু হবে হয়ে চলবে একটানা বিকেল তিনটা পর্যন্ত। তিনি অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান।

তিনি আরও জানান, এই ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৮৩ হাজার ৬৫০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট দুই লাখ সাত হাজার ৩৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শুধু রাতকানা ও অন্ধত্ব রোগ থেকেই রক্ষা করে না, আরও বহু উপকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত