কলকাতার বাংলা সিরিয়ালে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মিঠাই’। ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়েছিল সিরিয়ালটির প্রচার। এ বছর পথচলার এক বছর পূর্ণ করল ‘মিঠাই’। রাত আটটা বাজলেই এখন বাঙালির ড্রয়িংরুমে এ নামটিই বেশি শোনা যায়। টিআরপি তালিকায় ‘মিঠাই’-এর আসন টপকাবে—এমন সাধ্য কার! টানা ৩৯ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে আছে সিরিয়ালটি। সেই রেকর্ড যে খুব শিগগির ভাঙবে না, তা নিশ্চিত বলা যায়।
এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সেটে ছিল সেলিব্রেশনের আমেজ। শুটিংয়ের ফাঁকে কেক কেটে, স্মৃতিচারণা করে জমিয়ে আনন্দ করলেন প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পী সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়সহ মিঠাই পরিবারের সদস্যরা।
নতুন বছরে ‘মিঠাই’-এর গল্পেও নতুন মোড় আসবে বলে ওই দিন ইঙ্গিত দিলেন সিরিয়াল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। মনে মনে পরস্পরকে ভালোবাসলেও এখনো ভালোবাসা জমে ওঠেনি মিঠাই ও উচ্ছেবাবুর মধ্যে। তাই ধারণা করা হচ্ছে, এবার তাদের জমাট প্রেমই হবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট।
বর্ষপূর্তি উদ্যাপনের সময় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা বলেন, ‘দর্শকের ভালোবাসা না থাকলে এত সাফল্য পাওয়া হতো না। আশা করছি, যত দিন ‘মিঠাই’ চলবে, এমনই আনন্দ-ফুর্তি করে দেখবেন। আপনারা যেভাবে এক বছর ধরে মিঠাই দেখছেন, তেমনভাবে দেখলে সিরিয়ালটি আরও অনেক দিন চলবে।’
‘মিঠাই’ এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ। মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয় বড়লোক ঘরের ছেলে উচ্ছেবাবুর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প।
জি বাংলায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ‘মিঠাই’।
কলকাতার বাংলা সিরিয়ালে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মিঠাই’। ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়েছিল সিরিয়ালটির প্রচার। এ বছর পথচলার এক বছর পূর্ণ করল ‘মিঠাই’। রাত আটটা বাজলেই এখন বাঙালির ড্রয়িংরুমে এ নামটিই বেশি শোনা যায়। টিআরপি তালিকায় ‘মিঠাই’-এর আসন টপকাবে—এমন সাধ্য কার! টানা ৩৯ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে আছে সিরিয়ালটি। সেই রেকর্ড যে খুব শিগগির ভাঙবে না, তা নিশ্চিত বলা যায়।
এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সেটে ছিল সেলিব্রেশনের আমেজ। শুটিংয়ের ফাঁকে কেক কেটে, স্মৃতিচারণা করে জমিয়ে আনন্দ করলেন প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পী সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়সহ মিঠাই পরিবারের সদস্যরা।
নতুন বছরে ‘মিঠাই’-এর গল্পেও নতুন মোড় আসবে বলে ওই দিন ইঙ্গিত দিলেন সিরিয়াল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। মনে মনে পরস্পরকে ভালোবাসলেও এখনো ভালোবাসা জমে ওঠেনি মিঠাই ও উচ্ছেবাবুর মধ্যে। তাই ধারণা করা হচ্ছে, এবার তাদের জমাট প্রেমই হবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট।
বর্ষপূর্তি উদ্যাপনের সময় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা বলেন, ‘দর্শকের ভালোবাসা না থাকলে এত সাফল্য পাওয়া হতো না। আশা করছি, যত দিন ‘মিঠাই’ চলবে, এমনই আনন্দ-ফুর্তি করে দেখবেন। আপনারা যেভাবে এক বছর ধরে মিঠাই দেখছেন, তেমনভাবে দেখলে সিরিয়ালটি আরও অনেক দিন চলবে।’
‘মিঠাই’ এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ। মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয় বড়লোক ঘরের ছেলে উচ্ছেবাবুর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প।
জি বাংলায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ‘মিঠাই’।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪