গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে সরকারি খাল দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্স লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধু সরকারি খাল দখল নয় আশপাশে বাস করা কয়েকটি পরিবারকে বাড়ির জমি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণ-পিটিশন দিয়েও কোনো প্রতিকার হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। তবে উপজেলা প্রশাসন বলছেন, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলার সরুপার চর এলাকার বাসিন্দা নুরুল আলী শেখ বলেন, জমিদার ব্রিজ থেকে সরুপার চর পর্যন্ত তিন কিলোমিটার এলাকার এই খালটি দুটি ইউনিয়ন হয়ে যুক্ত হয়েছে মূল পদ্মায়। এক সময় এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। খালে পচানো হতো পাট। খাল দখল হলে এই এলাকার কৃষকদের দুর্ভোগের অন্ত থাকবে না।
একই এলাকার বাসিন্দা ওয়াহেদ শেখ বলেন, প্রভাব খাঁটিয়ে প্রতিষ্ঠানটি যেভাবে বেড়া দিয়েছে এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এখন ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়ার কথা বলছে।
সিদ্দিক মোল্লা বলেন, ‘প্রতিষ্ঠানটি আমার ঘরের সঙ্গেই মুরগির খামার তৈরি করেছে। দুর্গন্ধে বাড়িতে বাস করা কষ্টসাধ্য। এর ওপর এখন বলছে, তারা নাকি আমার বাড়ির সঙ্গের জমি কিনেছে, আমার ঘরেরও দুই শতাংশসহ। এটা কেমন কথা? কার জমি কে কিনল? আমরা এখন কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। প্রশাসনের সহযোগিতা চেয়েছি। তারপরও ভয় হচ্ছে। কারণ রুহুল আমীন সাহেব প্রভাবশালী। তাঁর টাকা আছে।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্সে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. রুহুল আমীনকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তাঁর ম্যানেজার রুহুল আমীন ক্রয়সূত্রে খালের জমির মালিক তিনি বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্যান্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে সরকারি খাল দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্স লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধু সরকারি খাল দখল নয় আশপাশে বাস করা কয়েকটি পরিবারকে বাড়ির জমি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণ-পিটিশন দিয়েও কোনো প্রতিকার হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। তবে উপজেলা প্রশাসন বলছেন, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলার সরুপার চর এলাকার বাসিন্দা নুরুল আলী শেখ বলেন, জমিদার ব্রিজ থেকে সরুপার চর পর্যন্ত তিন কিলোমিটার এলাকার এই খালটি দুটি ইউনিয়ন হয়ে যুক্ত হয়েছে মূল পদ্মায়। এক সময় এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। খালে পচানো হতো পাট। খাল দখল হলে এই এলাকার কৃষকদের দুর্ভোগের অন্ত থাকবে না।
একই এলাকার বাসিন্দা ওয়াহেদ শেখ বলেন, প্রভাব খাঁটিয়ে প্রতিষ্ঠানটি যেভাবে বেড়া দিয়েছে এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এখন ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়ার কথা বলছে।
সিদ্দিক মোল্লা বলেন, ‘প্রতিষ্ঠানটি আমার ঘরের সঙ্গেই মুরগির খামার তৈরি করেছে। দুর্গন্ধে বাড়িতে বাস করা কষ্টসাধ্য। এর ওপর এখন বলছে, তারা নাকি আমার বাড়ির সঙ্গের জমি কিনেছে, আমার ঘরেরও দুই শতাংশসহ। এটা কেমন কথা? কার জমি কে কিনল? আমরা এখন কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। প্রশাসনের সহযোগিতা চেয়েছি। তারপরও ভয় হচ্ছে। কারণ রুহুল আমীন সাহেব প্রভাবশালী। তাঁর টাকা আছে।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্সে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. রুহুল আমীনকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তাঁর ম্যানেজার রুহুল আমীন ক্রয়সূত্রে খালের জমির মালিক তিনি বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্যান্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫