Ajker Patrika

মায়ের হাত থেকে বাসের চাকার নিচে

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৩৯
মায়ের হাত থেকে বাসের চাকার নিচে

মায়ের হাত ধরে হেঁটে বাড়ি ফিরছিল চার বছরের শিশু জান্নাতুল মাওয়া মিনহা। হঠাৎ করেই দ্রুতগতির একটি বাস পেছন থেকে চাপা দেয় মিনহাকে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুলতান আহাম্মদ জানান, রামপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মনির হোসেনের স্ত্রী শামসুন্নাহার শিশুকন্যা জান্নাতুল মাওয়া মিনহাকে নিয়ে বাড়ির অদূরে বাবার বাড়িতে যান। বাবার বাড়ি স্বামীর বাড়ির কাছেই হওয়ায় মেয়েকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

মহাসড়কের পাশ দিয়ে হেঁটে আসার সময় একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে চাকার নিচে পড়ে শিশু মিনহা। বাসটি না থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত