Ajker Patrika

যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালা

ধুনট ও সারিয়াকান্দি প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালা

বগুড়ার ধুনটে ও সারিয়াকান্দিতে যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘যৌন হয়রানি প্রতিরোধ নিশ্চিত করতে পারে কন্যাশিশুদের নির্ভয়ে পথচলা’—এ স্লোগানে কর্মশালাটি হয়।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ কর্মশালা হয়। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন।

ইউএনএফপিএর অর্থায়নে অ্যাকসিলারেটিং অ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর।

কর্মশালা শেষে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি, গল্প লেখা ও স্বরচিত কবিতা প্রতিযোগিতায় অংশ নেওয়া জয়ী ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হয়।

সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম সেখানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

উপজেলা মহিলাবিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত