Ajker Patrika

বোনের এক ঘণ্টার মধ্যে ভাইয়ের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
বোনের এক ঘণ্টার মধ্যে ভাইয়ের মৃত্যু

আগৈলঝাড়ায় বোনের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে বড় ভাইয়ের। স্বজনরা বলছেন বোনের মৃত্যুর ধাক্কা সামলাতে পারেননি এমনিতেই অসুস্থ ভাই। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি দক্ষিণ শিহিপাশা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। একইদিন সন্ধ্যায় পূর্ব সুজনকাঠি গ্রামে তাঁর বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) মারা যান। এমনিতেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।

জানা যায়, আব্দুল খাদেম মোল্লা স্ত্রী,৫ ছেলে, ৪ মেয়ে এবং ছোট বোন রাহিমুন বিবি ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

আব্দুল খাদেম মোল্লার ছেলে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আজিজুল মোল্লা বলেন, ‘অনেক দিন যাবৎ আমার বাবা ও অসুস্থ অবস্থায় ছিলেন। গত শনিবার বিকেলে আমার ফুপু রাহিমুন বিবি প্রথমে মারা যান। তাঁর মৃত্যুর এক ঘণ্টা পরে আমার বাবা আব্দুল খাদেম মোল্লা মারা যান। ফুপুর মৃত্যু সংবাদ শুনে বাবা আরও অসুস্থ হয়ে পড়েছিলেন।

রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন বলেন, ‘আমার মা বিকেলে মৃত্যুবরণ করে। গত শনিবার এশার নামাজের পর জানাজা শেষে আমাদের দক্ষিণ শিহিপাশা গ্রামের বাড়িতে দাফন করা হয় তাঁকে।

এদিকে গতকাল রোববার সকাল আটটায় জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বাড়িতে দাফন করা হয় আব্দুল খাদেম মোল্লাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত