Ajker Patrika

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে হিন্দি সিনেমায় জয়া

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯: ০৮
পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে হিন্দি সিনেমায় জয়া

কলকাতার বাংলা সিনেমায় এরই মধ্যে নিজের অবস্থান জোরালো করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা এক ডজনের বেশি। এবার জয়া আরও প্রসারিত করতে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের গতিপথ। শোনা যাচ্ছে, হিন্দি সিনেমায় অভিনয় করছেন তিনি।

গতকাল কলকাতার আনন্দবাজার পত্রিকা এ বিষয়ক একটি খবর প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ‘করক সিংহ’ নামে একটি সিনেমা বানাচ্ছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। যিনি এর আগে ‘পিঙ্ক’ বানিয়ে বেশ আলোচিত হয়েছেন। ‘লস্ট’ নামে তাঁর বানানো আরেকটি হিন্দি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। অনিরুদ্ধর তৃতীয় হিন্দি সিনেমা হবে ‘করক সিংহ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। থাকবেন ‘দিল বেচারা’খ্যাত বলিউডের আরেক অভিনেত্রী সঞ্জনা সাংঘি।

জয়া আহসানসিনেমাটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘করক সিংহ’ সিনেমার অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জয়া আহসানের। তা হলে এটিই হবে জয়ার প্রথম হিন্দি সিনেমা। খবরটি নিশ্চিত হতে জয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিবেদনটি লেখা পর্যন্ত সাড়া পাওয়া যায়নি তাঁর।

 পঙ্কজ ত্রিপাঠিকয়েক দিন আগে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারতে গেছেন জয়া। ‘লস্ট’ সিনেমা নিয়ে কথা বলতে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও যোগ দিয়েছিলেন উৎসবে। ধারণা করা হচ্ছে, ‘করক সিংহ’ সিনেমায় অভিনয়ের বিষয়ে সেখানেই নির্মাতা ও অভিনেত্রীর চূড়ান্ত কথা হয়েছে।

 জয়া আহসানজানা গেছে, ‘করক সিংহ’ সিনেমার বিষয়বস্তু আর্থিক কেলেঙ্কারি। শুটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে শুরু হবে শুটিং। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল আছে। সিনেমার কাজে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী ও সঞ্জনা সাংঘি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত