Ajker Patrika

১১০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
১১০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ের মাসে গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী পুলিশ লাইনসে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১১০ বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরিয়ার সঞ্চালনায় করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, পবিত্র রঞ্জন দাস, নজরুল ইসলাম, শেখর আলী, আব্দুল হাকিম প্রমুখ। সংবর্ধনা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা ও শহীদদের যেই অবদান তা কোন সীমা পরিসীমা দিয়ে মাপা যাবে না। স্বাধীনতার অর্ধশত বার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য জেলা পুলিশর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ও তাঁদের মুখ থেকে স্বাধীনতা সংগ্রামের গল্প শুনে পুলিশ সদস্যরা গর্বিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত