Ajker Patrika

কিংসের নতুন রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯: ৪৬
Thumbnail image

আগামী মৌসুমে এএফসির ক্লাব টুর্নামেন্টের ধরন পাল্টে যাবে পুরোপুরি। এক চ্যাম্পিয়নস লিগ হবে দুইভাবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে খেলবে এশিয়ার অভিজাত ২৪ দল। এএফসি চ্যাম্পিয়নস লিগ-২-এ খেলবে মধ্য সারির ৩২ দল। নিচের দিকে থাকা  ২০ দলের জায়গা হবে এএফসি চ্যালেঞ্জ কাপে।  বাংলাদেশের প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাক্-বাছাইয়ের ইতিহাস গড়ার রোমাঞ্চই এখন উপভোগের সময় বসুন্ধরার।

আমিরাত প্রো-লিগের দল শারজা এফসির বিপক্ষে প্রাক্-বাছাইয়ে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশের সেরা বসুন্ধরা কিংস। বাংলাদেশের দর্শকদের জন্য সুসংবাদ, বসুন্ধরার খেলা দেখাবে টি-স্পোর্টস।

এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগকে উপভোগ করতে চান বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন ‘আমাদের লক্ষ্যই হবে ভালো লড়াই উপহার দেওয়া এবং প্রতিপক্ষকে সমস্যায় ফেলা। সুযোগ পেলে সেটাকে সর্বোচ্চ কাজে লাগানোর পরিকল্পনা আছে আমাদের।’

এশিয়ার শীর্ষ সারির ক্লাব শারজা এফসি বসুন্ধরার প্রতিপক্ষ। এই ক্লাবের হয়ে খেলছেন একসময়ের বার্সেলোনা, জুভেন্টাসের জার্সিতে মাঠ মাতানো মিরালেম পিয়ানিচ। আছেন বার্সারই সাবেক তারকা পাকো আলকাসেরের মতো ফুটবলার। এমন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য আর শারজার খেলার ধরন দেখেই নিজেদের খেলার কৌশল সাজাবেন বলে জানিয়েছেন ব্রুজোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত