Ajker Patrika

খুঁড়ে রাখা গর্তে পিকআপ, নিহত ১

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮: ০২
খুঁড়ে রাখা গর্তে পিকআপ, নিহত ১

সাতক্ষীরার কলারোয়ার কালভার্টের জন্য খুঁড়ে রাখা গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় পিকআপ উল্টে হেলপার নিহত হয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই পিকআপটি উল্টে যায়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানদিয়া প্রধান সড়কের জালালাবাদ বাজারের পাশে নির্মাণাধীন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে। নিহত হাবিবুর রহমান খাঁ (৪৮) ঢাকা গোপালগঞ্জ সদরের পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের বাসিন্দা।

পিকআপে থাকা আরও ৩ জন আহত হয়েছে আহতরা হলেন, গাড়ি চালক যশোর মনিরামপুরের জাহাঙ্গীর (৩৫), কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও কেশবপুর উপজেলার চিংড়ি গ্রামের নিছার আলী (৪০) ৷ আহতরা এখন শঙ্কা মুক্ত তবে তাঁরা বাড়ি থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

আহত কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম জানান, তালা উপজেলার ফুলবাড়ী থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ন ১৩-৭৫০৯) প্লাস্টিকের বস্তায় করে কয়লা বোঝাই পিকআপটি যশোর যাচ্ছিল। যাওয়ার পথে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ বাজার পার হয়ে যাওয়ার সময় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপটি সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায় এবং কয়লার বস্তার নিচে পড়ে হেলপার নিহত হয়। গাড়ি চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান (তদন্ত) জানান, জালালাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে থানা আইনে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, ৩ মাস আগে জালালাবাদ ওই সড়কের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। ৯ মাসের মধ্যেই শেষ করতে হবে এমন নির্দেশনা রয়েছে ৷ তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অতি দ্রুত কালভার্ট ও রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত