Ajker Patrika

মনোনয়নপত্র জমায় ভঙ্গ আচরণবিধি

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৫১
মনোনয়নপত্র জমায় ভঙ্গ আচরণবিধি

গঙ্গাচড়া উপজেলার নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে গত বৃহস্পতিবার। শেষ দিনে এই জমাদানে এসে অনেক প্রার্থী মানেননি নির্বাচনী আচরণবিধি।

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গাড়ি, পিকআপ ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের বহর নিয়ে বাদ্যযন্ত্রসহ হাজির হন। কেউ কেউ জনসমাগম বাড়াতে ব্যবহার করেছেন স্কুলপড়ুয়া কিশোর শিক্ষার্থীদেরও। তারা গাদাগাদি করে পিকআপে চড়ে আসে মনোনয়নপত্র জমা দিতে।

কার্যালয়ের সামনে কথা হয় আলমবিদিতর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছাব্বির, মেহেদী মিরাজ ও রায়হানসহ কয়েকজনের সঙ্গে। তারা জানায়, এক সদস্য প্রার্থীর সঙ্গী হয়ে তারা এসেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৭, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩১ ও সাধারণ সদস্য পদে ৩৯১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত