Ajker Patrika

তিন শিশুর পরিবারে মাতম

শান্তিগঞ্জ ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ২০: ১৫
তিন শিশুর পরিবারে মাতম

শান্তিগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহতেরা হলো, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।

গতকাল সোমবার বিকেলে সরেজমিনে মোল্লারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের পরিবারে কান্নার আহারাজি চলছে। কান্না যেন থামছে না। নিহত শিশু নিলয়ের মা বারবার কান্নায় মাটিতে লুটে পড়ছেন। একইভাবে শিশু খোকন দাস ও প্রনব দাসে পরিবারের চলছে মাতম। তিন শিশুর মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের শিশু নিলয় দাসের বাবা সমীরণ দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, হাসি-খুশি হয়ে মনে বাড়ি থেকে তার কাকার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে আমার ছেলে ও ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে মাইক্রোবাসযোগে বরযাত্রী আসেন শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ির ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় মাইক্রো বাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রো ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত