Ajker Patrika

কুষ্টিয়ায় নতুন শনাক্ত ৪৯ , বাড়ছে উদ্বেগ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ২১
কুষ্টিয়ায় নতুন শনাক্ত ৪৯ , বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুসারে যে ১২টি জেলা উচ্চতর করোনা ঝুঁকিতে আছে, সেগুলোর মধ্যে কুষ্টিয়া একটি। এই জেলায় এখন প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন অফিস এবং জেলা প্রশাসন থেকে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তার ২৪ ঘণ্টা আগে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়, যা গত ৪ মাসের মধ্যে প্রথম।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। গত এক সপ্তাহে এ জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহে এখানে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এখন প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে।

ইতিমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেলটা ভেরিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। এ পর্যন্ত শুধু কুষ্টিয়াতেই করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না, তাই বেশির ভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে কুষ্টিয়ার ১৭৩ জন করোনা রোগীর মধ্যে জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে করোনার জন্য ৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, জেলায় হুহু করে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। মাস্ক না পরেই অধিকাংশ মানুষ শহরে, হাটে, গ্রামে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। তেমনি যানবাহনগুলোতেও সরকারের বেঁধে দেওয়া নিয়মকানুন মানার কোনো বালাই লক্ষ করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত