Ajker Patrika

আজ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
আজ প্রাক্তন শিক্ষার্থীদের  মিলনমেলা

কুমিল্লা হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অগ্রজ ও অনুজদের মেলবন্ধন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মেলবন্ধন অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আহ্বায়ক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাক্তন ছাত্র ড. সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অগ্রজ ও অনুজদের মেলবন্ধন উদ্‌যাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আশফাক উদ্দিন ঝোটন ও ফারুক আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রচার উপ কমিটির আহ্বায়ক সাংবাদিক ওমর ফারুকী তাপস।

এ সময় বক্তারা বলেন, এই অনুষ্ঠানে ১৯৬৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন।

তাঁরা দেশের নানা স্থানে কর্মরত আছেন। তাদের পরিবারের সদস্যসহ অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন কুমিল্লা হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত