Ajker Patrika

সেই নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৫১
সেই নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচ দিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ। গত রোববার অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি।

পুলিশ জানায়, মেহেদী হাসান গত পাঁচ দিন আগে বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত রোববার রাত ৩টার দিকে তিনি তাঁর ফেসবুক ওয়ালে একটি ওই স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসের সূত্র ধরে তাঁকে উদ্ধার করে পুলিশ।

মেহেদী হাসান জানান, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সন্তানের নিরাপত্তার জন্য নিজেই আত্মগোপন করেছিলেন তিনি।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মেহেদী সুস্থ আছেন। অভিযোগ না থাকলে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইয়ামাল কি তাহলে এভাবেই হারিয়ে যাবেন

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

এলাকার খবর
Loading...