অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়। পূজামণ্ডপে দাঁড়িয়ে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। ওই সময় অপুর সিঁথিতে ছিল সিঁদুর।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতেও তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে এক পক্ষ প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা একটি খবর প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’
সব মিলিয়ে গুঞ্জনের ডালপালা দিন দিন তীব্র হচ্ছিল। অবশেষে গতকাল সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তাই সিঁদুর পরেছিলাম। তারপর সিঁদুর খেলা ছিল।’ বিষয়টি নিয়ে অযথা গুজব না ছড়িয়ে সবাইকে নিয়মিত বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতে তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। এক পক্ষ তাই প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস?
এদিকে আজ অভিনেত্রীর জন্মদিন। প্রথমবারের মতো তাঁর এই উপলক্ষ উদ্যাপিত হবে কলকাতায়। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনটি পালন করে আগামীকাল ঢাকায় ফিরবেন অপু। তিনি বলেন, ‘এবারই প্রথম জন্মদিনের সময়টা আমি কলকাতায় আছি। এখানে আমার পরিবারের সবাই আছেন। আমার দাদা, বউদি, আমার দিদি, তাঁর সন্তান এবং আমার সন্তান জয়—সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।’
দেশে ফিরে অপু পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাল শাড়ি’ নিয়ে। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। এরই মধ্যে লাল শাড়ির মহরত হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইলে শুরু হবে সিনেমার শুটিং। একটানা শুটিং শেষ করার ইচ্ছা নির্মাতার। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন অপু। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।
অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়। পূজামণ্ডপে দাঁড়িয়ে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। ওই সময় অপুর সিঁথিতে ছিল সিঁদুর।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতেও তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে এক পক্ষ প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা একটি খবর প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’
সব মিলিয়ে গুঞ্জনের ডালপালা দিন দিন তীব্র হচ্ছিল। অবশেষে গতকাল সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তাই সিঁদুর পরেছিলাম। তারপর সিঁদুর খেলা ছিল।’ বিষয়টি নিয়ে অযথা গুজব না ছড়িয়ে সবাইকে নিয়মিত বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতে তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। এক পক্ষ তাই প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস?
এদিকে আজ অভিনেত্রীর জন্মদিন। প্রথমবারের মতো তাঁর এই উপলক্ষ উদ্যাপিত হবে কলকাতায়। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনটি পালন করে আগামীকাল ঢাকায় ফিরবেন অপু। তিনি বলেন, ‘এবারই প্রথম জন্মদিনের সময়টা আমি কলকাতায় আছি। এখানে আমার পরিবারের সবাই আছেন। আমার দাদা, বউদি, আমার দিদি, তাঁর সন্তান এবং আমার সন্তান জয়—সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।’
দেশে ফিরে অপু পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাল শাড়ি’ নিয়ে। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। এরই মধ্যে লাল শাড়ির মহরত হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইলে শুরু হবে সিনেমার শুটিং। একটানা শুটিং শেষ করার ইচ্ছা নির্মাতার। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন অপু। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫