Ajker Patrika

গণপদত্যাগের হুঁশিয়ারি আ.লীগ নেতা-কর্মীদের

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ২০
গণপদত্যাগের হুঁশিয়ারি আ.লীগ নেতা-কর্মীদের

বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী কাজিম উদ্দিনের পরাজয়ের পর থেকেই আওয়ামী নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনের রাত থেকে গত রোববার পর্যন্ত অন্তত ১০ জনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তুলেছেন কাজিম উদ্দিন প্রধান। যদিও এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে এর প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণপদত্যাগের ডাক দিয়েছেন।

গত ১১ নভেম্বরের নির্বাচনে মাত্র ৪৫৯ ভোটে হেরেছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। হারার পরপরই মেনে নিয়েছেন পরাজয়। তবে এই হারের পরই কলাগাছিয়ায় যেসব আওয়ামী লীগ নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন, তাঁদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। নির্বাচিত চেয়ারম্যান জাতীয় পার্টির দেলোয়ার প্রধানের নির্দেশে এসব হামলা হচ্ছে বলে অভিযোগ করেন কাজিম।

একাধিক হামলার ঘটনায় বন্দর থানা-পুলিশকে মৌখিকভাবে অবগত করেছেন বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম। এরপরও হামলা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করে গণপদত্যাগের ডাক দিয়েছেন আগামী ১৯ নভেম্বর।

যদিও দেলোয়ার প্রধান এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এর আগেও বলেছেন, ‘কাজিম উদ্দিন প্রধান নিজেই হামলার নাটক করে তাঁর ওপর দায় চাপাতে চান।’

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘সহিংসতার ঘটনায় ১৩ নভেম্বর আমরা বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সেটা এখন তদন্তাধীন। আমরা ১৯ নভেম্বর পদত্যাগের ডাক দিয়েছি। যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তাতে মনে হয়েছে আমরা ক্ষমতাসীন দলের কেউ নই।’

কলাগাছিয়াসহ জেলার সর্বত্র সহিংসতা বন্ধে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘নির্বাচনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। আওয়ামী লীগের বহু নেতা-কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ পেয়েছি আমরা। এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। শুধু মামলা নিলেই হবে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে।’

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে মৌখিক বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছিলাম। সে অনুযায়ী পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বড় কোনো নাশকতা আমরা খুঁজে পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত