Ajker Patrika

নড়াইল সদরে ১৩ ইউপিতে বিদ্রোহী ৩১

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ৪৬
নড়াইল সদরে ১৩ ইউপিতে বিদ্রোহী ৩১

নড়াইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন ৩১জন।

বিএনপি দলীয় নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে কয়েকজন অংশগ্রহণ করছেন।

জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকছে বলে গুঞ্জন উঠেছে।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগের ১৩ জন দলীয় মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৩১ জন। এ ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে ৫ জন, জাসদ এবং এনপিপি দিয়েছে ১ জন করে। এছাড়া ১৩ ইউনিয়নের ৩৯ সংরক্ষিত নারী আসনে লড়বেন ১৩৩ জন। আর সাধারণ ১১৭ ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ৪০২ জন প্রার্থী।

শাহাবাদ ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আ. লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন পান্না বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে গতবারের মত এবারও বিপুল ভোটে আমি বিজয়ী হব।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জমান জানান, ২০ অক্টোবর যাচাই বাছাই শেষে প্রত্যাহার হবে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর সদরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত