Ajker Patrika

সমঝোতার নির্দেশ দিলেন নিউইয়র্ক স্টেট কোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমঝোতার নির্দেশ দিলেন নিউইয়র্ক স্টেট কোর্ট

সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। মামলাটিতে আপত্তি জানিয়ে আবেদন করেছিল ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। ১৩ জানুয়ারি সেই আবেদন খারিজ করে দিয়েছেন নিউইয়র্ক স্টেট কোর্ট। শুধু তা-ই নয়, উভয় পক্ষকে বসে সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরাহা করতে নির্দেশ দিয়েছেন আদালত।

নিউইয়র্ক স্টেট কোর্টের রায়ের কপি গত রোববার কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে। নিউইয়র্কে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের আইনি প্রতিষ্ঠান বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের করা ওই মামলায় অভিযুক্তের আরসিবিসির নামও আছে। এ জন্যই মামলাটি চলতে আপত্তি জানিয়েছিল ফিলিপাইনের ব্যাংকটি। আদালত তাদের আবেদন খারিজ করে দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে জড়িত আরসিবিসিসহ অন্যান্য ১৮ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা পরিচালনায় আইনি বাধা থাকল না আর।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে একটি খুদে বার্তার মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুল সন্দেহে সেই অর্থ আটকে যায়। বাকি চারটি মেসেজের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরে রিজল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায়। স্বল্প সময়ে ওই অর্থ ব্যাংক থেকে তুলে নেওয়া হয়। পরে তা ফিলরেম মানি রেমিট্যান্স কোম্পানির মাধ্যমে স্থানীয় মুদ্রা পেসোয় কনভার্ট হয়ে তিনটি ক্যাসিনোর কাছে যায়।

জানা গেছে, চুরি যাওয়া অর্থের মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার হলেও বাকি অর্থ উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই।জুয়ার টেবিলে হাতবদল হয়ে ওই অর্থ শেষ পর্যন্ত কোথায় গেছে তার হদিস মেলেনি। বাংলাদেশ ব্যাংক সে সময় দাবি করেছিল, রিজার্ভের অর্থ চুরির কাজে ‘অজ্ঞাতনামা উত্তর কোরীয় হ্যাকারদের’ সহায়তা নেয় আসামিরা। ‘নেস্টেগ’ ও ‘ম্যাকট্রাক’-এর মতো ম্যালওয়্যার পাঠিয়ে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট নেটওয়ার্কে ঢোকার জন্য পথ বের করে। পরে নিউইয়র্ক ফেড থেকে টাকা সরিয়ে নেওয়া হয় নিউইয়র্ক ও ফিলিপাইনে আরসিবিসির হিসাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ