Ajker Patrika

ঘুমের ওষুধ খাইয়ে পুকুরে ফেলে হত্যা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৬
ঘুমের ওষুধ খাইয়ে পুকুরে ফেলে হত্যা

গাজীপুরে ছিনতাইকারীরা ঝালমুড়ির সঙ্গে ঘুমের তরল ওষুধ খাইয়ে এক চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেন। পরে পুকুরে ফেলে ওই চালককে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপকমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ।

নিহত অটোরিকশাচালকের নাম হুমায়ুন কবির। তিনি রংপুর সদরের কাটাবাড়ি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকায় ভাড়া থেকে তিনি অটোরিকশা চালাতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমগীর , শামসুল , হাফিজুর রহমান, আল মামুন সরদার এবং রফিকুল ইসলাম (৩৪)। তাঁরা বিভিন্ন জেলার বাসিন্দা।

মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, গত ১২ ফেব্রুয়ারি মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় মাজারের পাশের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ব্যক্তি হ‌ুমায়ুন বলে শনাক্ত হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এদিকে হুমায়ুন গত ৯ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে অটোরিকশা নিয়ে দেশিপাড়ার বাসা হতে বের হয়ে আর ফেরেননি। এ ব্যাপারে তার স্ত্রী সেবেনা পারভীন জিএমপি সদর থানায় জিডি করেন। পরে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আলমগীর ও শামসুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকু ও আল আমিনকে বরিশালের উজিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিককে গাজীপুর সদর থেকে পিবিআই গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...