Ajker Patrika

শীতের সবজির দাম কমেছে বেতাগীতে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৪২
শীতের সবজির দাম কমেছে বেতাগীতে

বেতাগী উপজেলার বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় দামও কমতে শুরু করেছে শীতকালীন সবজির।

তবে সব ধরনের সবজির দাম কমলেও টমেটোর বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে এখনো ওঠেনি নতুন আলু। তাই কিছুটা বাড়তি দামেই ক্রেতাদের পুরোনো আলু কিনতে হচ্ছে।

গতকাল রোববার উপজেলার পৌর বাজার, জলিশা বাজার, চান্দখালী বাজারসহ বড় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। সবুজ শিম ৮০ টাকা। টমেটো গত সপ্তাহে ৮০–৯০ টাকায় বিক্রি হলেও রোববার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বাঁধাকপি ৩৫ টাকা, ফুলকপি ৫০–৬০ টাকা ও মুলা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি লাউ ৬০ টাকা। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, পুরোনো আলু ৩০ টাকা, করলা ৭০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, ঢ্যাঁড়স, বরবটি, ঝিঙে ৫০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, ‘সব ধরনের নিত্যপণ্যের দাম মনিটরিং অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

প্রতিদ্বন্দ্বীর ক্ষতি করতে বিদেশ থেকে সাইবার হামলা, কিছু আইএসপিকে শনাক্ত করেছে সরকার

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

গাংনীতে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ