Ajker Patrika

গল্পে এল নতুন চমক

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪: ৪০
গল্পে এল নতুন চমক

‘গাঁটছড়া’ সিরিয়ালকে বলা যায় স্টার জলসা চ্যানেলের দুর্দিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না স্টার জলসা। টানা প্রায় ১০ মাস টিআরপি তালিকায় শীর্ষে ছিল জি বাংলার সিরিয়াল ‘মিঠাই’। কিন্তু গত বছরের ২০ ডিসেম্বর থেকে ‘গাঁটছড়া’ সিরিয়ালের প্রচার শুরুর পর বদলে যায় দৃশ্যপট।

কয়েক সপ্তাহের ব্যবধানে ‘মিঠাই’কে টপকে ‘গাঁটছড়া’ উঠে আসে শীর্ষে। সেই থেকে ১৩ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দাপট দেখাচ্ছে ‘গাঁটছড়া’। এরই মধ্যে প্রচার হয়েছে ‘গাঁটছড়া’র ৯৯টি পর্ব।

সিংহরায় পরিবারের তিন ছেলে ঋদ্ধিমান, রাহুল ও কুনাল; আর ভট্টাচার্য পরিবারের তিন মেয়ে দ্যুতি, খড়ি ও বনি। এর মধ্যে বড় বোন দ্যুতির সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হয় হীরা ব্যবসায়ী ঋদ্ধিমানের। কিন্তু বিয়ের দিন সে পালায় সিংহরায় বাড়ির মেজ ছেলে রাহুলের বুদ্ধিতে। দিদি পালিয়ে যাওয়ায় ঋদ্ধিমানকে বিয়ে করতে বাধ্য হয় খড়ি। কিন্তু পরে সে জানতে পারে, রাহুল ভালোবাসার ফাঁদে ফেলে ঠকিয়েছে তার দিদি দ্যুতিকে। তাই খড়ি চায় সবার সামনে রাহুলের মুখোশ খুলে দিতে। এর মধ্যেই খবর আসে, রাহুলের সন্তানের মা হতে চলেছে দ্যুতি।

‘গাঁটছড়া’র সর্বশেষ প্রোমো দেখে বোঝা যাচ্ছে, দ্যুতির গর্ভবতী হওয়ার বিষয়টি পুরোটাই বানোয়াট। রাহুলকে জব্দ করতে একটা চাল চেলেছে দ্যুতি। কিন্তু খড়ি তো জানে না দ্যুতির গোপন পরিকল্পনার কথা। বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান তাই যখন খড়িকে চ্যালেঞ্জ জানায়।

এর মধ্যে ঋদ্ধি ও খড়ি দুজনের সম্পর্কের সমীকরণে বেশ বদল আসছে। স্বামী-স্ত্রী হলেও এত দিন তারা একই বাড়ির আলাদা রুমে থাকছিল। ঋদ্ধিমান জোর করে খড়ির লাগেজ নিয়ে যায় নিজের রুমে, এখন থেকে তারা একসঙ্গেই থাকবে। কিন্তু ঋদ্ধির কলার চেপে ধরে জানিয়ে দেয়, ‘খড়িকে আপনি এখনো চেনেন না। খড়ি কী করবে, এবার আপনি দেখবেন!’ বোঝাই যাচ্ছে, বেশ বড়সড় টুইস্ট আসছে ‘গাঁটছড়া’র গল্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত