Ajker Patrika

৭ দিনের মধ্যে তথ্য দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি
৭ দিনের মধ্যে তথ্য দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ

সাত দিনের মধ্যে তথ্য দিতে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। সাংবাদিক শোয়েব চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গত রোববার তিনি এ নির্দেশ দেন।

চারটি তথ্য চেয়ে শোয়েব চৌধুরী গত ১৬ আগস্ট হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বরাবরে তথ্য অধিকার বিধিমালা অনুযায়ী আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ মামুন সরদার তিনটি তথ্য দেন। একটি তথ্য দিতে অস্বীকৃতি জানান।

আংশিক তথ্য পাওয়ায় শোয়েব চৌধুরী সংক্ষুব্ধ হয়ে গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ইকবালের কাছে আপিল করেন। আপিলে তিনি উল্লেখ করেন, তাঁর চাওয়া তথ্য জনস্বার্থসংশ্লিষ্ট। এর সঙ্গে সরকারি অর্থ ফাঁকি দেওয়ার প্রচেষ্টা যুক্ত রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীও কোনো তথ্য দেননি।

পরে সাংবাদিক শোয়েব চৌধুরী গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত রোববার জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদী শোয়েব চৌধুরী ও বিবাদী সহকারী প্রকৌশলী রাকিবুল হাসানের আইনজীবী যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ সাত দিনের মধ্যে সাংবাদিক শোয়েব চৌধুরীকে তথ্য দিতে নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত