নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির দেওয়া আলটিমেটামে গতকাল মঙ্গলবার পর্যন্ত সাড়া দেয়নি সরকার। বেঁধে দেওয়া সময় (৪৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও খালেদা জিয়ার বিষয়ে তাঁর পরিবার ও বিএনপিকে কোনো কিছুই জানানো হয়নি। এ অবস্থায় সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার জীবন বাঁচাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাব।’ গতকাল মঙ্গলবার ঝিনাইদহ-খুলনা রোডমার্চে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘কয়দিন আগে আমি ম্যাডামকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ। তখন ম্যাডামকে বলে এসেছি, দেশবাসী আপনাকে নিয়ে অত্যন্ত চিন্তিত। দেশের মানুষ নিশ্চয়ই আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে। ইতিমধ্যে সারা দেশে সেটা শুরু হয়ে গেছে।’
রোডমার্চে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির আন্দোলনও হবে ডু অর ডাই। আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণ যদি মুক্ত হয়; খালেদা জিয়াও মুক্ত হবেন। গণতন্ত্র মুক্ত না হলে খালেদা জিয়া মুক্ত হবেন না।’
খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে গত রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। ওই সমাবেশ থেকে এই দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজকের পত্রিকাকে বলেন, আলটিমেটামের সময় শেষ হয়ে গেছে। যেহেতু কোনো ফল এল না, ভিন্ন মাত্রার আন্দোলনের বার্তা দেওয়ার সময় এসে গেছে। ভিন্ন মাত্রার কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভারের জটিলতায় ভুগছেন। এ ছাড়া তিনি ফুসফুস, কিডনি, হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অবস্থা গুরুতর হওয়ায় গত সপ্তাহে দুই দফায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
ঝিনাইদহ-খুলনা রোডমার্চে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টানা কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোডমার্চ করেছে দলটি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় অংশ নেন। রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকার হটাতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘দেশকে আজ হীরক রাজার দেশে পরিণত করেছে। কিন্তু হীরক রাজার সর্বশেষ পরিণতিটা কী? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আপনারা ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন। আমরা দড়ি ধরে টান মারব। এই হীরক রাজা আর থাকবে না।’
এর আগে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট এবং বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত সরকারপতনের এক দফা দাবিতে রোডমার্চ করে বিএনপি। একই দাবিতে আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আজ
এক দফার আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর গাবতলীতে এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ করবে বিএনপি। বেলা আড়াইটায় রাজধানীর গাবতলীর এস এ খালেক প্রোপার্টি চত্বরে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিন বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা পাসপোর্ট অফিসসংলগ্ন ময়দানে সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে রাজধানীতে একই দিন গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতান্ত্রিক বাম ঐক্যসহ কয়েকটি সংগঠন সমাবেশ ও পদযাত্রা করবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির দেওয়া আলটিমেটামে গতকাল মঙ্গলবার পর্যন্ত সাড়া দেয়নি সরকার। বেঁধে দেওয়া সময় (৪৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও খালেদা জিয়ার বিষয়ে তাঁর পরিবার ও বিএনপিকে কোনো কিছুই জানানো হয়নি। এ অবস্থায় সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার জীবন বাঁচাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাব।’ গতকাল মঙ্গলবার ঝিনাইদহ-খুলনা রোডমার্চে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘কয়দিন আগে আমি ম্যাডামকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ। তখন ম্যাডামকে বলে এসেছি, দেশবাসী আপনাকে নিয়ে অত্যন্ত চিন্তিত। দেশের মানুষ নিশ্চয়ই আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে। ইতিমধ্যে সারা দেশে সেটা শুরু হয়ে গেছে।’
রোডমার্চে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির আন্দোলনও হবে ডু অর ডাই। আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণ যদি মুক্ত হয়; খালেদা জিয়াও মুক্ত হবেন। গণতন্ত্র মুক্ত না হলে খালেদা জিয়া মুক্ত হবেন না।’
খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে গত রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। ওই সমাবেশ থেকে এই দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজকের পত্রিকাকে বলেন, আলটিমেটামের সময় শেষ হয়ে গেছে। যেহেতু কোনো ফল এল না, ভিন্ন মাত্রার আন্দোলনের বার্তা দেওয়ার সময় এসে গেছে। ভিন্ন মাত্রার কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভারের জটিলতায় ভুগছেন। এ ছাড়া তিনি ফুসফুস, কিডনি, হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অবস্থা গুরুতর হওয়ায় গত সপ্তাহে দুই দফায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
ঝিনাইদহ-খুলনা রোডমার্চে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টানা কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোডমার্চ করেছে দলটি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় অংশ নেন। রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকার হটাতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘দেশকে আজ হীরক রাজার দেশে পরিণত করেছে। কিন্তু হীরক রাজার সর্বশেষ পরিণতিটা কী? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আপনারা ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন। আমরা দড়ি ধরে টান মারব। এই হীরক রাজা আর থাকবে না।’
এর আগে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট এবং বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত সরকারপতনের এক দফা দাবিতে রোডমার্চ করে বিএনপি। একই দাবিতে আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আজ
এক দফার আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর গাবতলীতে এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ করবে বিএনপি। বেলা আড়াইটায় রাজধানীর গাবতলীর এস এ খালেক প্রোপার্টি চত্বরে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিন বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা পাসপোর্ট অফিসসংলগ্ন ময়দানে সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে রাজধানীতে একই দিন গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতান্ত্রিক বাম ঐক্যসহ কয়েকটি সংগঠন সমাবেশ ও পদযাত্রা করবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫