Ajker Patrika

বিজয়ীকে ফুলের মালায় বরণ পরাজিত প্রার্থীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৭
বিজয়ীকে ফুলের মালায় বরণ পরাজিত প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদে (ইউপি) বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরাজিত এক প্রার্থী। এ সময় একে অপরের মুখে মিষ্টি তুলে দেন তাঁরা। গতকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে শুভেচ্ছা জানাতে অরুয়াইলে যান পরাজিত প্রার্থী নজরুল ইসলাম জলিল।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে অরুয়াইল থেকে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম গাজি পরাজিত হয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নজরুল ইসলাম জলিল ৩ হাজার ৯১৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। যিনি গতকাল সকাল ১০টার দিকে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

নজরুল ইসলাম বলেন, ‘ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জনগণ যাকে নির্বাচিত করেছে, আমি তাকেই ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’

নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘জনগণের ভোটে আমি চেয়ারম্যান হয়েছি। নজরুল ফুলের মালা দিয়ে বরণ করে বড় মনের পরিচয় দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত