Ajker Patrika

‘কমিউনিটি ক্লিনিক এখন সেবার প্রতীক’

কয়রা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ১৭
‘কমিউনিটি ক্লিনিক এখন সেবার প্রতীক’

খুলনা-৬ আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিকগুলো এখন জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক। বাংলার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।’

গত বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাংসদ আক্তারুজ্জামান বাবু আরও বলেন, ‘বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করে দেয়। মানুষের জীবন যাত্রার মান নিম্নমুখী হয়। কিন্তু বর্তমান সরকার চিকিৎসা সেবার মান মানুষের দৌড়গোড়ায় পোছা দিতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ৫০ প্রকারের ঔষুধ বিনামূল্যে সরবরাহ করছে। চিকিৎসার অভাবে মানুষের অকাল মৃত্যু হবে না।’

এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীব বালা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা ও আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপাধ্যাক্ষ এইচ এম নজরুল ইসলাম, যুবলীগ নেতা, শামীম সরকার, এ্যাড. আরাফাত হোসেন, আশরাফুল ইসলাম সবুজ, কয়রা প্রেসক্লাবের সভাপতি এস এম হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা, নির্মল কুমার দাস, আঃ রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর পর সংসদ আক্তারুজ্জামান বাবু কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে মুজিব শতবর্ষে ঘর পাওয়া গৃহহীনদের মাঝে পানির ট্যাংকি বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত