Ajker Patrika

১৮ পরিচালক নির্বাচিত

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০৩
১৮ পরিচালক নির্বাচিত

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২ ও ২০২৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে দুই ক্যাটাগরিতে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ১৮ জন। অন্য দুই ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন পরিচালক নির্বাচিত হন।

গত শনিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গতকাল ভোরে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল। এ সময় বোর্ডের দুই সদস্য মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

নির্বাচনে সিলেট চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন পরিচালক, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ছয়জন পরিচালক, ট্রেড গ্রুপ থেকে তিনজন পরিচালক ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে একজন পরিচালক নির্বাচিত হন।

অর্ডিনারি শ্রেণিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ফালাহ উদ্দিন আলী আহমদ, ফখর উছ সালেহীন নাহিয়ান, মুশফিক জায়গীরদার এবং সিলেট ব্যবসায়ী পরিষদের হুমায়ূন আহমদ, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, আলীমুল এহছান চৌধুরী, মো. আব্দুস সামাদ, দেবাংশু দাস মিঠু, মো. নজরুল ইসলাম, আব্দুর রহমান জামিল বিজয়ী হয়েছেন।

অ্যাসোসিয়েট শ্রেণিতে বিজয়ীরা হলেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ, মুজিবুর রহমান মন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক ও হাজী সরোয়ার হোসেন ছেদু।

পরিচালক প্রার্থীদের মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণিতে ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আমিনুর রহমান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল জানান, নির্বাচিতদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত