নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ টার্মিনালের সক্ষমতা হবে ৬০০ এমএমসিএফ। এই এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ পাচ্ছে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। এ বিষয়ক প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
দেশে বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুই টার্মিনাল নির্মাণ করে যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি এবং সামিট গ্রুপ।
গতকালের সভা শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীতে পেট্রোবাংলার দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এক্সিলারেট এনার্জি ২০১৮ সালের ১৯ আগস্ট গ্যাস সরবরাহ শুরু করে, চুক্তির মেয়াদ রয়েছে ২০৩৮ সাল পর্যন্ত। অপরদিকে সামিট গ্রুপ ২০১৯ সালের ৩০ এপ্রিল গ্যাস সরবরাহ শুরু করে। এ টার্মিনালের মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।
কক্সবাজারের মহেশখালী উপকূলে স্থাপিত এ দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতা মোট ১ হাজার (৫০০ + ৫০০) এমএমসিএফ। নতুন টার্মিনাল হলে মোট সক্ষমতা হবে ১ হাজার ৬০০ এমএমসিএফ।
যদিও দীর্ঘদিন এলএনজি আমদানি বন্ধ থাকায় বিদ্যমান টার্মিনালের পুরো সক্ষমতা কাজে লাগানো যায়নি। যুক্তরাজ্যভিত্তিক তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আইএইচএস মার্কিট’র প্রতিবেদন বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশ এলএনজি টার্মিনাল সক্ষমতার ৫০ শতাংশই ব্যবহার করতে পারেনি।
এদিকে গতকাল অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। এ সভায় পেট্রোবাংলার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। এতে ব্যয় হবে ৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকা। তবে গত মাসের চেয়ে এবার দাম বেশি পড়ছে।
একই সভায় টিসিবির জন্য ১৯৩ কোটি টাকায় তেল-চিনি কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে ৬৪ কোটি ৫২ লাখ টাকায়। আর দেশি প্রতিষ্ঠান সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে ১২৯ কোটি ৯ লাখ টাকায়। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৩৭ পয়সা।
কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ টার্মিনালের সক্ষমতা হবে ৬০০ এমএমসিএফ। এই এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ পাচ্ছে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। এ বিষয়ক প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
দেশে বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুই টার্মিনাল নির্মাণ করে যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি এবং সামিট গ্রুপ।
গতকালের সভা শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীতে পেট্রোবাংলার দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এক্সিলারেট এনার্জি ২০১৮ সালের ১৯ আগস্ট গ্যাস সরবরাহ শুরু করে, চুক্তির মেয়াদ রয়েছে ২০৩৮ সাল পর্যন্ত। অপরদিকে সামিট গ্রুপ ২০১৯ সালের ৩০ এপ্রিল গ্যাস সরবরাহ শুরু করে। এ টার্মিনালের মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।
কক্সবাজারের মহেশখালী উপকূলে স্থাপিত এ দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতা মোট ১ হাজার (৫০০ + ৫০০) এমএমসিএফ। নতুন টার্মিনাল হলে মোট সক্ষমতা হবে ১ হাজার ৬০০ এমএমসিএফ।
যদিও দীর্ঘদিন এলএনজি আমদানি বন্ধ থাকায় বিদ্যমান টার্মিনালের পুরো সক্ষমতা কাজে লাগানো যায়নি। যুক্তরাজ্যভিত্তিক তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আইএইচএস মার্কিট’র প্রতিবেদন বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশ এলএনজি টার্মিনাল সক্ষমতার ৫০ শতাংশই ব্যবহার করতে পারেনি।
এদিকে গতকাল অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। এ সভায় পেট্রোবাংলার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। এতে ব্যয় হবে ৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকা। তবে গত মাসের চেয়ে এবার দাম বেশি পড়ছে।
একই সভায় টিসিবির জন্য ১৯৩ কোটি টাকায় তেল-চিনি কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে ৬৪ কোটি ৫২ লাখ টাকায়। আর দেশি প্রতিষ্ঠান সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে ১২৯ কোটি ৯ লাখ টাকায়। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৩৭ পয়সা।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১১ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫