পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে জনতা জুট মিলের শ্রমিকেরা বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করেছেন শ্রমিকেরা।
অন্যদিকে শ্রমিকেরা বলছেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। পরে পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে।
জনতা জুট মিল সূত্রে জানা গেছে, ৪ ঘণ্টাব্যাপী এই হামলায় মিলের জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। শ্রমিকদের অল্প মজুরি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করানো হচ্ছিল। বন্ধের দিনেও পারিশ্রমিক না দিয়ে কাজ করানো, শ্রমিকদের আবাসনের পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করাসহ নানা ভোগান্তিতে রেখেছে মিল কর্তৃপক্ষ। এ অবস্থায় মিলে কর্মরত শ্রমিকদের একাংশ বাধ্য হয়ে শ্রমিক আন্দোলনে নেমেছে বলে দাবি তাঁদের।
এদিকে মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁদের কিছু দাবি মিলমালিক কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই বিক্ষোভের ডাক দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় মিলের অনেক স্থানে ভাঙচুর হয়।’
নরসিংদীর পলাশে জনতা জুট মিলের শ্রমিকেরা বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করেছেন শ্রমিকেরা।
অন্যদিকে শ্রমিকেরা বলছেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। পরে পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে।
জনতা জুট মিল সূত্রে জানা গেছে, ৪ ঘণ্টাব্যাপী এই হামলায় মিলের জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাঁদের বেতন-বোনাস না বাড়িয়ে উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। শ্রমিকদের অল্প মজুরি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করানো হচ্ছিল। বন্ধের দিনেও পারিশ্রমিক না দিয়ে কাজ করানো, শ্রমিকদের আবাসনের পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করাসহ নানা ভোগান্তিতে রেখেছে মিল কর্তৃপক্ষ। এ অবস্থায় মিলে কর্মরত শ্রমিকদের একাংশ বাধ্য হয়ে শ্রমিক আন্দোলনে নেমেছে বলে দাবি তাঁদের।
এদিকে মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁদের কিছু দাবি মিলমালিক কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই বিক্ষোভের ডাক দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় মিলের অনেক স্থানে ভাঙচুর হয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪