Ajker Patrika

নিরাপত্তা আইনে পুরোনো ঘটনা তদন্ত করবে হংকং পুলিশ

রয়টার্স, হংকং
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬: ১১
নিরাপত্তা আইনে পুরোনো ঘটনা তদন্ত করবে হংকং পুলিশ

ব্যাপক বিক্ষোভের মধ্যে এক বছর আগে নতুন নিরাপত্তা আইন চালু করে হংকং। সম্প্রতি এ আইন নিয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন স্থানীয় আদালত। ফলে চীনের নিয়ন্ত্রণাধীন শহরটির পুলিশ আইনটি কার্যকরের আগের ঘটনাও তদন্ত করতে পারবে। আদালতের এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা, অ্যাকটিভিস্ট এবং আইনজীবীদের একাংশ।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নিরাপত্তা আইনকে উজ্জীবিত করা হয়েছে জানিয়ে এর বিরোধিতাকারীরা জানান, এর মধ্য দিয়ে বিরোধীদের ওপর নির্বিচারে দমন-পীড়ন চালানো হবে। অথচ আইনটি কার্যকর হওয়ার আগের কোনো ঘটনা এর আওতায় তদন্ত করা হবে না বলে জানিয়েছিল বেইজিং ও হংকং কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত