Ajker Patrika

সেরাকণ্ঠের বিচারকের আসনে রুনা লায়লা

সেরাকণ্ঠের বিচারকের আসনে রুনা লায়লা

সংগীতবিষয়ক রিয়েলিটি শো ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭-এর বিচারকের আসনে বসলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এই সিজনের আরও দুই বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। অডিশন রাউন্ড থেকে বন্যা ও সামিনা বিচারকের দায়িত্ব পালন করছিলেন। এবার মূল পর্বে তাঁদের সঙ্গে যোগ দিলেন রুনা লায়লা। মূল পর্বে টিকে আছেন সংগীতের ৩৭ জন প্রতিযোগী।  এই তিন বিচারক তাঁদের সুচিন্তিত রায় দিয়ে সিজন-৭-এ টিকে থাকা প্রতিযোগীর মধ্যে থেকে বের করে আনবেন মুকুট বিজয়ীদের।

গত ৭ জুলাই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই ৩৭ জনকে নিয়ে মূল পর্বের দৃশ্য ধারণ। পর্যায়ক্রমে তা চলবে। ওই দিন সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে রুনা লায়লা এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। এরপর তাঁকে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেরাকণ্ঠের ছয় প্রতিযোগী রুনা লায়লার বিখ্যাত গান ‘অনেক বৃষ্টি ঝরে’ পরিবেশন করেন।

গান শেষে রুনা লায়লা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি মুগ্ধ, এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে। পুরো আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কথা দিলাম, সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকব।’ এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।

এবারের সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত