শরীয়তপুর ও জাজিরা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টার আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে থাকা আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৬ তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
অগ্নিকাণ্ডে বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, একটি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান, টিভি-ফ্রিজের দোকানসহ ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করি। ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকানটি পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি-ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চোকদার বলেন, ‘মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে গেছে। এখন কাস্টমারকে (মেরামতের জন্য দেওয়া পণ্যের মালিক) কী জবাব দেব?’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্ট সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টার আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে থাকা আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৬ তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
অগ্নিকাণ্ডে বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, একটি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান, টিভি-ফ্রিজের দোকানসহ ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করি। ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকানটি পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি-ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চোকদার বলেন, ‘মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে গেছে। এখন কাস্টমারকে (মেরামতের জন্য দেওয়া পণ্যের মালিক) কী জবাব দেব?’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্ট সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪