শরীয়তপুর ও জাজিরা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টার আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে থাকা আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৬ তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
অগ্নিকাণ্ডে বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, একটি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান, টিভি-ফ্রিজের দোকানসহ ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করি। ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকানটি পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি-ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চোকদার বলেন, ‘মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে গেছে। এখন কাস্টমারকে (মেরামতের জন্য দেওয়া পণ্যের মালিক) কী জবাব দেব?’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্ট সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টার আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে থাকা আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৬ তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
অগ্নিকাণ্ডে বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, একটি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান, টিভি-ফ্রিজের দোকানসহ ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করি। ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকানটি পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি-ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চোকদার বলেন, ‘মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে গেছে। এখন কাস্টমারকে (মেরামতের জন্য দেওয়া পণ্যের মালিক) কী জবাব দেব?’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্ট সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫